আশঙ্কার
মেঘ অনেক দিন ধরেই জমছিল আকাশে। এবার নিশ্চিত হলো সেই শঙ্কাই। আগস্টে
বাংলাদেশ সফরে আসছে না ভারতের জাতীয় ক্রিকেট দল। যদিও এখনো আনুষ্ঠানিক
ঘোষণা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে দেশটির গণমাধ্যমে
ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে বোর্ডের মনোভাব।
সূত্র বলছে, রাজনৈতিক
অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভারত আপাতত বাংলাদেশ সফর থেকে সরে
এসেছে। বিশেষ করে গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুদেশের
সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এই পটভূমিতে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে
উদ্বেগ তৈরি হয় বিসিসিআইয়ের অভ্যন্তরে। যার ফলে তারা এই সফর বাতিলের
সিদ্ধান্ত নিয়েছে।
এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ
খেলার কথা ছিল ১৭ থেকে ৩১ আগস্টের মধ্যে। ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ করে
হতাশার খবর। কারণ, এই সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক
ক্রিকেটে ফেরার কথা ছিল। বিশ্বকাপের পর দীর্ঘ বিরতি শেষে এটাই হতে পারত
তাদের প্রত্যাবর্তনের মঞ্চ।
কিন্তু এখন তাদের মাঠে ফেরার জন্য অপেক্ষা
বাড়ছে আরও। সম্ভাব্য পরবর্তী মঞ্চ হতে পারে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে
হোম সিরিজ। যা শুরু হওয়ার কথা ১৯ অক্টোবর। অর্থাৎ, ভক্তদের জন্য
বিরাট-রোহিতকে আবার জাতীয় দলে দেখার সময় গুনতে হবে আরও প্রায় সাড়ে তিন মাস।
তবে
আশা আছে অন্যত্র। সেপ্টেম্বরের এশিয়া কাপে আবার মুখোমুখি হতে পারে
বাংলাদেশ ও ভারত। যদিও সেটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে রোহিত-কোহলির
না থাকার সম্ভাবনাই বেশি।
সফর পিছিয়ে গেলেও আলোচনা চলছে ভবিষ্যতে নতুন
করে সূচি নির্ধারণের বিষয়ে। দুই দেশের বোর্ড হয়তো শিগগিরই যৌথ বিবৃতির
মাধ্যমে জানাবে পরবর্তী করণীয়। আপাতত ক্রিকেটার নয়, কূটনীতি খেলছে বড়
ম্যাচ।