মাসুদ পারভেজ।।
পচা,
বাসি ও ফাংগাসযুক্ত মিষ্টি বিক্রি করে আসছিল কুমিল্লা নগরীর সালাউদ্দিন
সুইটস এণ্ড হোটেল। এমন অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর কুমিল্লা। এসময় পচা, বাসি ও ফাংগাসযুক্ত মিষ্টি বিক্রির দায়ে
সালাউদ্দিন হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায় সালাউদ্দিন হোটেলে। একই দিন কুমিল্লা
নগরীর ধর্মসারপাড় ভোক্তা অধিকার অভযান চালায় পিৎজ্জা জোন (ভুতের বাড়ি)
রেস্টুরেন্টেও। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করার অভিযোগে পিৎজ্জা
জোনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও এদিন বেশি দাম ও পাকা ভাউচার সংরক্ষণ না করায় কান্দিরপাড়ের ফারক ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান,
রবিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড়, সালাউদ্দিন মোড় ও ধর্মসারগর পাড় এলাকায়
তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পচা-বাসি
(ফাংগাসযুক্ত) মিষ্টি বিক্রি করায় "সালাউদ্দিন সুইটস এণ্ড হোটেলকে ২০ হাজার
টাকা, বেশি দাম ও পাকা ভাউচার সংরক্ষণ না করায় কান্দির পাড়ের ফারক ফল
বিতানকে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংক্ষরণ করায়
ধর্মসাগর পাড়ের পিৎজ্জা জোন (ভুতের বাড়ি) রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা
টাকাসহ মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।