‘‘আমাদের
নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি” এই
প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লায়ও
গতকাল সোমবার উদযাপিত হয়েছে ‘‘আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৫”। ডাক্তারের
চিকিৎসার পাশাপাশি যাদের সেবা ছাড়া একজন রোগীর সুস্থ হয়ে ওঠা কঠিন তিনি
হলেন নার্স। তাদের সম্মান জানিয়ে পালন করা হয় আন্তর্জাতিক নার্সেস দিবস। এই
দিবসটি পালন করা হয় মূলত ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনে যিনি ক্রিমিয়ান
যুদ্ধের সময় স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব এনে ছিলেন। তার সেই অবদানকে স্মরণ
করে প্রতিবছর তার জন্মদিনে এই দিবস পালিত হয়। আজ এই মহিয়ষী নারীর ২০৫ তম
জন্মদিন। সোমবার বেলা ১১ টায় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে
একটি বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়। র্যালীটি ইস্টার্ন মেডিকেল কলেজ
ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে হাসপাতাল ভবনের ৩য় তলায় হল-৬ এ এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে কুমিল্লা মেডিকেল
কলেজের সাবেক অধ্যক্ষ ও ইস্টার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর প্রধান
উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, ইস্টার্ন মেডিকেল কলেজের সাবেক
অধ্যক্ষ ও পরিচালক (একাডেমিক) অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, সাবেক অধ্যক্ষ
কুমিল্লা মেডিকেল কলেজ ও অত্র কলেজের সার্জারী বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ
আতাউর রহমান, ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ
মোঃ জাকিরুল ইসলাম, নির্বাহী পরিচালক জনাব জাহাঙ্গীর ভূঁইয়া সহ সকল
কর্মকর্তা-কর্মচারী ও সেবিকাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন
মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ নূর জাহান বেগম।