শনিবার ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২
চান্দিনায় ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৬ এএম আপডেট: ০৫.০২.২০২৫ ২:২৬ এএম |


 চান্দিনায় ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লার চান্দিনায় উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও।
এসময় তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। খেলাধুলার গুরুত্ব উল্লেখ করে বলেন, শরীরচর্চা ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে দেহ ও মনের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, অযথা মূল্যবান সময় নষ্ট না করে বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। কর্মদক্ষতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে। আগামীর বাংলাদেশ হবে নৈপুণ্য ও জ্ঞানে-বিজ্ঞানের, সেজন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল,রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান নজরুল ইসলাম,বাড়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম,মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র দেবনাথ, মোহনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আফাজ উদ্দিন, জামিরাপাড়া মিম হে ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জসীম উদ্দিন, রাণীচড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোশাররফ হোসেন, পৌরসভার হিসাবরক্ষক আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডা. ফিরোজা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউছার হোসেন।
এর আগে প্রতিষ্ঠান পর্যায়ে ১৯-২৩ জানুয়ারি, ছয়টি সাব জোনে ২৬-২৭ জানুয়ারি, উপজেলা পর্যায়ে ২৯ জানুঃ- ৪ ফেব্রুঃ পর্যন্ত মোট ১০টি ইভেন্টের খেলাধুলা অনুষ্ঠিত হয়।সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
ব্রাহ্মণপাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার নতুন জেলা প্রশাসক রেজা হাসান
কুমিল্লার জগন্নাথ মন্দিরের দখলকৃত জায়গা উচ্ছেদ
যে চার বিষয়ে হবে গণভোট
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২