কুমিল্লার
দেবিদ্বারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নবাগত ইউএনও মোহাম্মদ
আবুল হাসনাত খাঁন। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল
ইসলাম উপস্থিত ছিলেন।
সোমবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী
অফিসার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত। এতে অংশ নেন দেবিদ্বার প্রেসক্লাবের
সভাপতি কুমিল্লা জেলা সমকালের প্রতিনিধি মো.কামাল উদ্দিন, গ্লোবাল টিভির
জেলা প্রতিনিধি সাইফুদ্দিন রনি, যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. আক্তার
হোসেন, সমকালের উপজেলা প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, নয়াদিগন্তের
উপজেলা প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর, যায়যায়দিন প্রতিনিধি জামাল উদ্দিন
দুলাল, আমাদের দেবিদ্বার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম,
দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাবের প্রতিনিধি
ফারুক হোসাইন জনি, বাংলাদেশ সমাচারের কুমিল্লা জেলা প্রতিনিধি ওমর ফারুক
মুন্সি, আনন্দ টিভির দেবিদ্বার প্রতিনিধি মাহফুজ আহমেদ, খোলা কাগজের জেলা
প্রতিনিধি কিবরিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
নবাগত
ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, দেবিদ্বার উপজেলার অনেক সমস্যা
রয়েছে। আমি আপনাদের সহযোগিতায় এই সমস্যা নিরসনে চেষ্টা করব। এর আগে তিনি
দেবিদ্বার উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি
আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ, তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে
সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি দেবিদ্বার উপজেলায়
ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এর আগে তিনি
কক্সবাজার জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বিসিএসের ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।