প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ০৩.০২.২০২৫ ২:১১ এএম |

কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, তিননদী পরিষদের প্রাণের স্পন্দন আছে।
ব্যতিক্রমধর্মী একটি আয়োজন। এমন আয়োজন দেশের আর কোথাও দেখিনি। প্রতিটি জাতির এতটা শেকড় থাকে। আমাদের শেড়ক হলো বায়ান্ন, একাত্তর।
ভাষার
জন্য প্রাণ দিয়েছে, পৃথিবীতে এমন কোন জাতি নেই। এ আয়োজনে প্রতিদিন নতুন
কোন স্কুল যুক্ত হয়। তারা ভাষার ইতিহাস জানে। তারাই নতুন বাংলাদেশ নির্মাণ
করবে। সাদামাটা আয়োজন দেখে খুব খুশি হয়েছি। প্রজন্ম থেকে প্রজন্ম এ আয়োজন
চলতে থাকুক।
গতকাল রবিবার তিননদী পরিষদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
অনুষ্ঠানে
অতিথি ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ,
বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. এ কে এম
আবদুস সেলিম, তিননদী পরিষদের সদস্য পারভীন হাসানাত প্রমুখ।
সভাপতির
বক্তব্যে তিননদী পরিষদের পরিষদের সভাপতি আবুল হাসানাত বাবুল বলেন,
মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ থেকেই ১৯৮৪ সালে তিননদী পরিষদ গঠিত হয়।
প্রতিষ্ঠার পর থেকেই ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে ২১ দিনব্যাপী
সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছি আমরা। আমাদের উদ্দেশ্য একটাই প্রজন্ম থেকে
প্রজন্মের কাছে মা, মাটি, দেশ, বাংলা ভাষা এবং একুশের আবেদনকে পৌঁছে
দেওয়া।