বুধবার ৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা
জাকারিয়া তাহের সুমন আহবায়ক, আশিকুর রহমান ওয়াসিম সদস্য সচিব
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৬ পিএম |

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা নিজস্ব প্রতিবেদক : সবাইকে চমকে দিয়ে কয়েক দিনের গুন্জন সত‍্য প্রমাণ করে কুমিল্লার বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
নতুন এই কমিটিতে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে সদস্য করা হয়েছে।
এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে দুইজনকে। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক আমিরুজ্জামান আমির।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি হঠাৎ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকেই চলতে থাকে নানা আলোচনা- সামনে আসে কেন ভাঙ্গলো দক্ষিণ জেলা বিএনপির কমিটি? এমন প্রশ্ন । অনুসন্ধানে উঠে আসে বিগত কমিটি নির্ধারিত সময়ে কোনো সাংগঠনিক কমিটির সম্মেলন করতে না পারা, আগের কমিটির সদস্য সচিব জসিম উদ্দিনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে না পেয়ে তার উপরও ক্ষুব্ধ ছিলেন। গনআন্দোলনের সময় কুমিল্লা মহানগর বিএনপির এক নেতাকে তারেক রহমান ফোন করে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে একটি ম্যাসেজ দেওয়ার কথা বলেন। ম্যাসেজটি ছিলো- মনিরুল হক সাক্কু যদি আন্দোলনের কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে জড়িত থাকে তাহলে তার অতীত ভুলে তাকে কমিটিতে পুরস্কৃত করা হবে।কিন্তু এরই মধ্যে সরকার পতন হয়ে যায়। ফলে সে ম‍্যাসেজ তেমন কাজে আসে নি। এরমধ্যে সব ছাপিয়ে সামনে চলে আসে ৫ আগস্ট কুমিল্লার ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাব এবং জনপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজ কার্যালয়ে ভাংচুরের ঘটনা অবগত হন শীর্ষস্থানীয় নেতারা ।
পরে বিলুপ্ত করা হয় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ।
আগের কমিটি বিলুপ্ত ঘোষণার পর থেকেই নতুন কমিটিতে কারা আসছেন- তা নিয়েও চলছিল নানা আলোচনা জল্পনা-কল্পনা। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে কুমিল্লা বিএনপি'র নেতৃত্ব পুরোপুরি বদলে যেতে পারে। জোর আলোচনা চলে জাকারিয়া তাহের সুমন ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে ঘিরে। অবশেষে সেই জল্পনাই সত্য হলো। রবিবার বিএনপি'র কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ঘোষণা করা হলো নতুন কমিটি। কমিটি ঘোষনার পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকে নতুন দায়িত্ব পাওয়া নেতৃবৃন্দ।












সর্বশেষ সংবাদ
এইচএসসি’র ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
কুমিল্লার দাউদকান্দিতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাবেক এমপি কালামের সম্পদ অনুসন্ধানে দুদক
জুনায়েদের নির্বাক চোখ মাকে খুঁজে বেড়ায়!
বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের সময় বিজিবির হাতে আটক ৫
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম থেকে বাস চুরি করে যাত্রী নিয়ে যাচ্ছিলো ঢাকায়
টিপুকে শীঘ্রই বিএনপির কেন্দ্রীয় নেতা হিসেবে দেখতে পাবো: আসিফ আকবর
কুমিল্লা জেলা ইয়োগা এসোসিয়েশনের প্রথমসাধারণ সভা অনুষ্ঠিত
এইচএসসি’র ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
সাবেক এমপি কালামের সম্পদ অনুসন্ধানে দুদক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২