বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫
৮ ফাল্গুন ১৪৩১
কুমিল্লায় শিক্ষানবিস আইনজীবীকে নানাভাবে হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক।।
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১:১১ এএম |


কুমিল্লায় সিটি করপোরেশনের কর্মী, শিক্ষানবীস আইনজীবী মওদুদ আবদুল্লাহ শুভ্রকে নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। 
কুমিল্লা কোতয়ালী মডেল থানার গত ১৫ জানুয়ারির ১১৩৮ নম্বর জিডি সূত্রে জানা যায়, শিক্ষক পরববারের সন্তান মানবাধিকার কর্মী, মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন (প্রাইভেট/ব্যক্তিগত) একক স্বত্বাধিকারী শুভ্র। 
এছাড়া তিনি  শিক্ষানবিস আইনজীবী হিসেবে কুমিল্লা আদালতে কর্মরত, পাশাপাশি সাংবাদিক হিসেবে লেখালেখি করে আসছেন। তাকে ও তার পরিবারকে মানসিক ও শারীরিক ভাবে অজ্ঞাত ব্যক্তিরা নানাভাবে হয়রানি করে আসছে। এ প্রেক্ষিতে তিনি কুমিল্লা আদালতে দ্রুত বিচার ট্রাইবুনালে সিআর ৩৬/২৪  ও কোতয়ালী মডেল থানায় গত ১৪ নভেম্বর মামলা নং ৪১ মামলা দায়ের করেন।এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা চেয়ে একাধিক বার আবেদন করেন।তার দায়ের কৃত মামলা প্রত্যাহারের জন্য অজ্ঞাত আসামীরা তার ব্যাবহ্নত দুটি মোবাইল চুরি করে নিয়ে যায় এবং মোবাইলে থাকা ফেইসবুক, হোয়াটসঅ্যাপ,ম্যাসেঞ্জারের পাসওয়ার্ড নিয়ে, তাকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করে আসছে।এখন মামলা প্রত্যাহারে জন্য ০১৯৭১....৮৪ ও ০১৭০৪..৬১ নাম্বার দিয়ে মামলা প্রত্যারের জন্য হুমকি দামকি দিচ্ছে নতুবা তাকে ও তার পরিবারকে মানসিক ও শারিরীক ভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে জানায়। এ নিয়ে ভীত-সন্ত্রস্ত শুভ্র নিজের নিরাপত্তা চেয়ে ও অজ্ঞাত ব্যাক্তিদের হয়রানী থেকে বাচার আকুতি জানান প্রশাসনের কাছে।
এ বিষয়ে মওদুদ আবদুল্লাহ শুভ্র বলেন,আমার মোবাইলের সকল ডিভাইস চুরি করে আমাকে নানাভাবে হয়রানি করে আসছে একটি চক্র, আমি তাদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে।আমি ২০১৭ সাল থেকে এরকম ভাবে ছুরিকাহত হয়ে হুমকি দামকির স্বীকার হয়ে আসছি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মহিনুল ইসলাম বলেন, মওদুদ শুভ্র অভিযোগ এর বিষয়ে ঘটনার মামলা রেকর্ড করা হয়।অভিজুক্ত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত চলছে খুব দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

 












সর্বশেষ সংবাদ
আজ লাকসামে আসছেন মির্জা ফখরুল
আলুর দরপতন নিয়ে শঙ্কিত কুমিল্লার কৃষক
কুমিল্লার আবুল ফজল মীরসহ ১৮’র নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি
একশো বছরেও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে: মামুনুল হক
স্বচ্ছ ব্যালটে কাউন্সিলরদের ভোটে নির্বাচিতহবে মহানগর বিএনপির নতুন নেতৃত্ব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিএনপির জনসভায় চৌদ্দগ্রামের নেতাকর্মীদের বিশাল শোডাউন
লাকসামে বিএনপি মহাসচিবের জনসভা সফল করতে মনোহরগঞ্জে আনন্দ র‌্যালী
আকুবপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
তারেক রহমানের ৩১ দফা বস্তবায়ন হলে শিক্ষা প্রতিষ্ঠানে অপরাজনীতি থাকবেনা-আবুল কালাম
নাঙ্গলকোটে মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২