সোমবার ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২
কুমিল্লায় রেজভীয়া ফোরাম বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ১:২৩ এএম |


শনিবার কুমিল্লার আলেখারচর বিশ্বরোড সংলগ্ন মায়ামি রেস্টুরেন্টে রেজভীয়া ফোরাম বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় রেজভীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর এবং রেজভীয়া ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহ সুফি বদরুল আমিন রেজভী (মাঃ জিঃ আঃ) উদ্বোধন করেন। রেজভীয়া দরবার শরীফের একটি অঙ্গ সংগঠন রেজভীয়া ফোরাম বাংলাদেশ। দরবার শরীফের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন, লক্ষ্য ও উদ্দেশ্যভিত্তিক বিভিন্ন কার্যক্রম সম্পাদন, দরবার শরীফের ভক্ত অনুসারীদেরকে নিয়ে মাঠে ময়দানে কার্যক্রম পরিচালনা করাসহ একটি যুগোপযোগী, আধুনিক ও সৃজনশীল সংগঠন হবে রেজভীয়া ফোরাম বাংলাদেশ। রেজভীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা গাজী আকবর আলী রেজভী (রাঃ) ও শহীদ আলহাজ্ব আল্লামা ছদরুল আমিন রেজভী (রাঃ) স্বপ্ন বাস্তবায়নে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে। দরবার শরীফের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সহ দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করাও রেজভীয়া ফোরাম বাংলাদেশের অন্যতম লক্ষ্য। উপস্থিত সকলেই এই সংগঠনের উত্তোরত্তর সাফল্য কামনা করেন এবং সাংগঠনিকভাবে বিভিন্ন পরামর্শ দেন। সাংগঠনিকভাবে রেজভীয়া দরবার শরীফের ভক্ত-আশেকানদের নিয়ে কাজ করার জন্য বিশেষ তাগিদ দেন। 
উক্ত অনুষ্ঠানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে আগত দরবার শরীফের আলেম-খলিফা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ঢাকা মহানগর রেজভীয়া দরবার কমিটি, কুমিল্লা জেলা ও মহানগর রেজভীয়া দরবার কমিটি, বিভিন্ন উপজেলা দরবার কমিটির নেতৃবৃন্দ ও দরবার শরীফের আপামর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে এবং মিলাদ-কিয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কু‌মিল্লার লাকসামে বিএনপির ১০টি ইউনিয়নে দ্বি-বার্ষিক সম্মেলন
মনোহরগঞ্জে নাথেরপেটুয়া মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
এসএসসিতে ভালো ফল অজর্ন করা তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
অনুপ্রেরণার গল্প শুনলেন শিক্ষার্থীরা
নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় যাত্রীবাহী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ৮ চাকা লাইনচ্যুত
কুমিল্লা ৬ সদর আসনের সংসদ পদপ্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা দোয়ার মাধ্যমে শুরু
TEDxCoU: অনুপ্রেরণার গল্প শুনলেন শিক্ষার্থীরা
ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে কুমিল্লা থেকে যাবেন লক্ষাধিক নেতাকর্মী
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২