বুধবার ২২ জানুয়ারি ২০২৫
৯ মাঘ ১৪৩১
চৌদ্দগ্রামে অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য আটক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১:২০ এএম আপডেট: ১১.০১.২০২৫ ২:০১ এএম |

 চৌদ্দগ্রামে অস্ত্রসহ  কিশোর গ্যাং  সদস্য আটক
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ আসিফ ইকবাল নামে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আসিফ উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের সেলিম উদ্দিনের পুত্র। শুক্রবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন সেনাক্যাম্পের ইনচার্জ মেজর মাহিন। 
সেনাবাহিনী সূত্র জানায়, আসিফ তাঁর বাড়িতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে মর্মে বৃহস্পতিবার গভীর রাতে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল তাৎক্ষণিক চাপাচৌ গ্রামে পৌঁছে তাকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, তাঁর নিজ ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শর্টগান উদ্ধার করা হয়। তাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
সেনা ক্যাম্প সূত্র আরো জানায়, গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আটকে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও সেনা সূত্র জানায়।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন জানায়, আটককৃত যুবক আসিফ ইকবাল আগে ছাত্রলীগ ও কিশোর গ্যাং সদস্য হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধে অংশ নেয়। ৫ আগস্ট স্বৈরাচার আ’লীগ সরকারের পতনের পর সে স্থানীয় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান বলেন, ‘সেনাবাহিনী অস্ত্রসহ আসিফ ইকবাল নামে এক যুবককে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’। 













সর্বশেষ সংবাদ
বিয়ে করতে আর কর দিতে হবে না
শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করবে পুলিশ
গোমতী নদীর ভাঙ্গনে বিলীন ফসলী জমি বাড়ীঘর
‘দেশের প্রয়োজনে প্রশিক্ষিত বিএনসিসি সদস্যরা সশস্ত্রবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে’
শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-মেয়ের নামে দুদকের মামলা
কুমিল্লায় বাড়বে দুই লাখ ৩৮ হাজার নতুন ভোটার
আলী ইমাম মজুমদার ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন
বিপুল পরিমাণফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক বদলে যাচ্ছে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২