সোমবার ২০ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১
২ হকি খেলোয়াড়ের যুগলবন্দী
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১২:৫৪ এএম আপডেট: ১১.০১.২০২৫ ১:৫৫ এএম |



২ হকি খেলোয়াড়ের যুগলবন্দী
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ক্রীড়াবিদদের আতুড়ঘর। সপ্তম-অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে প্রায় সবাই বিকেএসপিতে আসেন। অন্য সবার চেয়ে হকি খেলোয়াড় সোহানুর রহমান সবুজের বিষয়টি ভিন্ন। তার বাবা আবুল খায়ের বিকেএসপিতে চাকরি করায় তার বেড়ে ওঠা এখানেই। সেই বিকেএসপিতেই আজ (শুক্রবার) জীবনের দ্বিতীয় ইনিংসের অনুষ্ঠান করেছেন। জীবনের গাঁটছড়া বেঁধেছেন আরেক হকি খেলোয়াড় তাসনিম আক্তার মিমের সঙ্গে।
বর-কনে দুই জনই হকি খেলোয়াড়, আবার অনুষ্ঠান বিকেএসপিতে হওয়ায় হকি অঙ্গনের ছোটখাটো মিলনমেলাই হয়েছে। শীতের মধ্যে ঢাকা থেকে অনেকেই ছুটে গেছেন বিকেএসপির এই অনুষ্ঠানে। আজকের বৌ-ভাতের আনুষ্ঠানিকতার মধ্যেও হকি টার্ফে ছিলেন বর-কনে। দুজনই বল-স্টিক নিয়ে পোজ দিয়েছেন। যা যোগ করেছে ভিন্নমাত্রা।
বাংলাদেশ জাতীয় হকি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোহানুর রহমান সবুজ। গত মৌসুমে প্রিমিয়ার বিভাগ হকি লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। শুধু গত লিগই নয়, সবুজ হকি লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলসংখ্যা ৪০ প্রায় ধরেই ফেলেছিলেন।
সবুজের স্ত্রী তাসনিম মিম ২০১৯ সালে সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ নারী দলে খেলেছেন। গত বছর জুনে অবশ্য ছিলেন না এএইচএফ অ-২১ দলে। এদিকে, বিয়ের পর খেলার বিষয়টি স্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন সবুজ, ‘হকির মাধ্যমেই আমাদের পরিচয়। ফলে হকি খেলায় আমার কোনো বাধা নেই। সে যদি খেলতে চায় খেলব
সত্তর দশকের শেষদিকে নারী হকির যাত্রা শুরু হলেও পরবর্তীতে দীর্ঘদিন স্থগিত ছিল। ২০১৮ সাল থেকে নারী হকি নিয়ে বিশেষভাবে কাজ শুরু করেন সাবেক হকি খেলোয়াড় তারিকউজ্জামান নান্নু। পরবর্তীতে ফেডারেশনও নারী হকি নিয়ে কাজ শুরু করে। হকি খেলতে এসে কয়েকজন মন দেওয়া-নেওয়া করে জীবনসঙ্গীও হয়েছেন।
সবুজ ও মিমের সম্পর্ক তিন বছরেরও বেশি সময়। তাদের দুই পরিবারই বিয়ের জন্য প্রস্তুত ছিল। একটু অপেক্ষা করতে হয়েছে সবুজের সংস্থার অনুমতির জন্য, ‘আমাদের সংস্থায় (বিমানবাহিনী) ২৪ বছর বয়স এবং চাকরির বয়স চার হওয়ার আগে বিয়ে করা যায় না। আমার দুটিই পূর্ণ এবং অনুমতি পাওয়ায় গতকাল বিয়ে হয়েছে, আর আজ বিকেএসপিতে বৌ-ভাত হলো।’






ফাইনালে রিয়াল, মুখোমুখি বার্সার


স্প্যানিশ সুপার কোপার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে।
আগেরদিন আরেক সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ফাইনালে এসেছে বার্সেলোনা। তাতে ফাইনালে রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাতে নতুন বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা।
মায়োর্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহ আক্রমণ শানিয়েও প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। বিরতির পর ৬৩ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন জুদ বেলিংহ্যাম। এ সময় ডানদিকে গোললাইনের ওপর থেকে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ভিনিসিউস জুনিয়র। এরপর চলতে থাকে গোলের প্রচেষ্টা ও প্রতিহতকরণ। কিন্তু শেষ পর্যন্ত জটলার মধ্যে বেলিংহ্যাম ডান পায়ের আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন।
বাকি দুটি গোল অবশ্য হয়েছে যোগ করা সময়ে। ৯০+২ মিনিটের মাথায় মার্টিন ভালজেন্ট আত্মঘাতি ও ৯০+৫ মিনিটের মাথায় রদ্রিগো গোল করেন।
৯০+২ মিনিটের মাথায় ভিনিসিউসের বদলি হিসেবে নামা ব্রাহিম দিয়াজ বক্সের বাইরে থেকে ভেতরে বল বাড়িয়ে দেন। সেটা বক্সের মধ্য থেকে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন মায়োর্কার ভালজেন্ট।
৯০+৫ মিনিটের সময় ডানদিক থেকে বেলিংহ্যামের বাড়ানো ক্রসে পা লাগিয়ে জালে পাঠান রদ্রিগো। তাতে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় রিয়ালের। নিশ্চিত হয় ফাইনাল ও নতুন বছরের প্রথম এল ক্লাসিকো।















সর্বশেষ সংবাদ
নাঙ্গলকোটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাওলানা মীর হোসেন মৃত্যুবরণ করেছেন
বুড়িচং মডেল একাডেমীর সাফল্য
কুমিল্লায় শিক্ষানবিস আইনজীবীকে নানাভাবে হয়রানির অভিযোগ
চীনের সহযোগিতায় পূর্বাচলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে জমি দেবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর অভিযান
কবির শিকদার গ্রেফতার
‘কুমিল্লার মডেলে আগামীর বাংলাদেশ গঠন হবে’
ওয়ারেন্টভুক্ত ফেরারী আসামিরা নির্বাচন করতে পারবে না
জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২