সোমবার ২০ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১
কুমিল্লায় পুলিশের অভিযানে ব্যাগভর্তি টাকাসহ বিপুল পরিমান মাদক জব্দ, গ্রেফতার ২
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৩১ এএম |

 কুমিল্লায় পুলিশের অভিযানে ব্যাগভর্তি টাকাসহ  বিপুল পরিমান মাদক জব্দ, গ্রেফতার ২

কুমিল্লায় পুলিশের অভিযানে বিভিন্ন রকমের বিপুল পরিমান মাদকসহ নগদ ১০ লাখ ৮২ হাজার টাকা জব্দ করা হয়েছে। এইসময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর পূর্বপাড়া এলাকার মোঃ শহীদ মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে এসব মাদক ও টাকা জব্দ করা হয়। 
বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আরাফাত হোসেন। 
গ্রেফতারকৃতরা সদর উপজেলার শাহাপুর গ্রামের মৃত আবদে আলীর ছেলে আবদুস সাত্তার (৫২) এবং সদর দক্ষিণ উপজেলার লালমাই দক্ষিন কাছার এলাকার আবদুল হাইয়ের মোঃ পারভেজ (১৫)। 
প্রেস বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চকবাজার ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল। 
এ সময় শাহাপুর এলাকায় শহীদ মিয়ার বাড়ি থেকে ৮৪ বিদেশী মদ, ৪৮ বোতল ফেন্সিডিল, ৯৩ বোতল স্কাফ সিরাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিস ইয়াবাহ নগদ ১০ লাখ ৮২ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়। 
চকবাজার ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মঈন উদ্দিন আসামীদেরকে বুধবার বিকেলে আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।















সর্বশেষ সংবাদ
নাঙ্গলকোটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাওলানা মীর হোসেন মৃত্যুবরণ করেছেন
বুড়িচং মডেল একাডেমীর সাফল্য
কুমিল্লায় শিক্ষানবিস আইনজীবীকে নানাভাবে হয়রানির অভিযোগ
চীনের সহযোগিতায় পূর্বাচলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে জমি দেবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর অভিযান
কবির শিকদার গ্রেফতার
‘কুমিল্লার মডেলে আগামীর বাংলাদেশ গঠন হবে’
ওয়ারেন্টভুক্ত ফেরারী আসামিরা নির্বাচন করতে পারবে না
জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২