সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
২৫ অগ্রহায়ণ ১৪৩১
আইরিশদের হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ!
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৯ এএম |





কোনো বোলার ৪ বা ৫ উইকেট পাননি। অফস্পিনার সুলতানা খাতুন ১০ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন, সেটাই এ ম্যাচে বাংলাদেশ নারী দলের সেরা বোলিং। আর ওপেনার ফারজানা হক পিংকির ৮৯ বলে করা ৫০ রানও আজ শনিবার শেরে বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ স্কোর।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ (৬৩ বলে) এসেছে প্রথম ম্যাচের সেরা শারমিন সুপ্তার ব্যাট থেকে। কিন্তু ৩৯ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৪০ রান করে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
যদিও ম্যাচ সেরা হয়ে বিস্মিত জ্যোতি। শনিবার ম্যাচ শেষে কথা বলতে এসে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কথা, ‘একদম হুট করে (ম্যাচ সেরা)। আমি পুরোপুরি সারপ্রাইজড।’
জ্যোতি ভেবেছিলেন ওপেনার ফারজানা হক পিংকি হবেন ম্যান অফ দ্য ম্যাচ, ‘আমার মনে হয়েছিল, পিংকি আপু হবেন সেরা।’
তবে ম্যাচ সেরার চেয়ে দলের জয়ে অবদান রাখতে পারা এবং ম্যাচ শেষ করে ফেরাটাই তার কাছে বড়। তাই মুখে এমন কথা, ‘এটাও আসলে ম্যাটার করে না। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচটা শেষ করতে পারলে ভালো লাগত।’
ওমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দরকার ৬ পয়েন্ট। যার ২ পয়েন্ট অর্জিত হলো। তাতে সন্তোষ প্রকাশ করে জ্যোতি বলেন, ‘২ পয়েন্ট পাওয়া, সিরিজ জয় অবশ্যই দলের জন্য অনেক ভালো। একটা মোমেন্টাম তৈরি করা। পয়েন্টটাই আমাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। আরও ২টা পয়েন্ট পেলাম। এজন্য আরও বেশি খুশি। টাইগ্রিস ক্যাপ্টেনের মাথায় এখন আরও দুই পয়েন্টের চিন্তা। আইরিশদের শেষ ম্যাচে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এক ম্যাচ জিতলেই হবে লক্ষ্য পূরণ। তাই জ্যোতির দৃষ্টি এখন সেদিকেই।
‘আমাদের মাথায় আপাতত ২ পয়েন্ট’- এর পাশাপাশি আরও একটি টার্গেট তাড়া করে বেড়াচ্ছে বাংলাদেশ নারী দলের অধিনায়ককে। কারন ওয়ানডেতে বাংলাদেশ কখনো কোন প্রতিষ্ঠিত দলকে হোয়াইটওয়াশ করতে পারেনি।
আগামী ২ ডিসেম্বর জিতলেই আইরিশ নারীদের ‘বাংলা ওয়াশ’ করা যাবে। প্রথম কোনো দলকে ৩ ম্যাচের সিরিজে ধবলধোলাই করার কৃতিত্ব অর্জিত হবে। ক্যাপ্টেন জোতি এখন সেটাই চান।
‘আমরা যেন তাদের হোয়াইটওয়াশ করতে পারিনি। কখনও কোনো দলকে করতে পারিনি। এটা আমাদের দলের জন্য একটা মাইলফলক হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে, দল হিসেবে খেলা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যদি করতে পারে, তাহলে দিনটা আমাদের হবে।’ ‘আমাদের মাথায় আপাতত দুই পয়েন্ট। এর সঙ্গে হচ্ছে, আমরা যেন তাদের হোয়াইটওয়াশ করতে পারি। কখনও কোনো দলকে করতে পারিনি। এটা আমাদের দলের জন্য একটা মাইলফলক হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে, দল হিসেবে খেলা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেল এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যদি করতে পারে, তাহলে দিনটা আমাদের হবে।’













সর্বশেষ সংবাদ
পেনশন পেতে হয়রানি
সময় গেলে সাধন হবে না
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত
চান্দিনায় পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ ১৫ ছাত্রী; ক্ষোভে শিক্ষক পেটালেন অভিভাবকরা
নির্জন বিলে পড়েছিলো দুই যুবকের মরদেহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিভাগ না দিয়ে কুমিল্লাবাসীর প্রতি জুলুম করা হয়েছে
নিবেদিতা স্কুল: আলোর নিচে অন্ধকার
লালমাইয়ে দাফনের ৪ মাস পর থেকে লাশ উত্তোলন
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমানের সঙ্গে ৯ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতিনিধি সম্মেলন
চান্দিনায় মোটরসাইকেল চুরিকালে চোর আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২