শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
২২ অগ্রহায়ণ ১৪৩১
অবশেষে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহার
মোঃ হুমায়ুন কবির মানিক।।
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৬:৪০ পিএম |

 অবশেষে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) (অঃদাঃ) ও পরিচালক (চঃদাঃ) হোমিও ও দেশজ চিকিৎসা ডাঃ এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১৩ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের (স্মারক-৬৫৬) বদলির আদেশ বাতিল করে ডাঃ মোহাম্মদ আফজালুর রহমানকে পূর্বের পদ এবং কর্মস্থলে বহাল রাখা হয়।
এদিকে, বদলির আদেশ প্রত্যাহার করে পূর্বের কর্মস্থল মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূনর্বহাল হওয়ায় ডাঃ মোঃ আফজালুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফ এবং রোগীসাধারণ।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রোগী সাধারণসহ সর্বস্তরের জনগন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরিফুল ইসলাম, ফজলুল করিম ফিরোজ, মোহাম্মদ নাসির উদ্দিন, কমিউনিটি হেল্প কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), কাজী আবু মঞ্জু, স্বাস্থ্য সহকারী নাইয়ারে দো আলম, ইমাম হোসেন, সিনিয়র স্টাফ নার্স দুর্গা রানি মজুমদার, মনশ্রী হেমব্রম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলমগীর হোসেন।
এ ছাড়াও মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রায়হান চৌধুরী, মোহাম্মদ রাসেল পারভেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শ্রীকান্ত দেবনাথ, ডাঃ মোঃ শাহরিয়ার, ডাঃ মোঃ নূর মোহাম্মদ শাহিন, ডাঃ এসএম ফারুক, সিনিয়র কনসালটেন্ট ডাঃ জেবুন্নাহার লাভলী, স্টাফ নার্সসহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফ, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রোগী সাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।













সর্বশেষ সংবাদ
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনের বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ব্যাখ্যা:
কুমিল্লায় জামায়াতের আমীরের আগমনে স্বাগত মিছিল
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’ কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি র‌্যালি
দাউদকান্দিতে ১১টি ইউনিয়নে বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
কুমিল্লায় জামায়াতের আমীরের আগমনে স্বাগত মিছিল
বেস্ট ভলান্টিয়ার এওয়ার্ড অর্জন করলেন কুমিল্লার নাঈম
সাত বছরের দণ্ড থেকে খালাস মামুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২