শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২
শহীদ জিয়াই স্বাধীনতার ঘোষক-মঞ্জুরুল আহসান মুন্সী
শাহীন আলম, দেবিদ্বার
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ১২:২৩ এএম |

 

শহীদ জিয়াকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক উল্লেখ করে দেবিদ্বারের বিএনপির সাবেক এমপি ইঞ্জি.মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ আমার বাবা আমাকে রেডিওতে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনিয়েছিলেন, সে ঘোষণা আমি নিজের কানে শুনেছি। হাসিনা কাকে ঘোষক বলল আর না বলল এতে কিছু যায় আসে না। শহীদ জিয়া মাটি ও মানুষের সাথে মিশেছেন, তিনি এই দেবিদ্বারে প্রথম খাল খনন শুরু করেছিলেন।
গতকাল শনিবার (২ নভেম্বর) বিকাল ৪টার দিকে মোহনপুর ইউনিয়ন বিএনপির একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। 
বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য আওয়ামীলীগের সাবেক এমপি গোলাম মোস্তফার স্মরণে বলেছেন, তিনি ক্ষমতায় থাকাকালে রাস্তা-ঘাট কেটে তার নিজের বাড়িতে করেছেন, বড়শালঘর কলেজের নাম পরিবর্তন করে তার নিজের নামে কলেজের নামকরণ করেছেন। বড়শালঘরে একটি বালিকা বিদ্যালয়ের জায়গা কিনে, ভবন করে সেখানে স্কুল চালু করেছিলাম শুধুমাত্র স্কুলের  নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় নামকরণ করায় সেই স্কুলটিও বন্ধ করে দিয়েছিল মোস্তফা। সে মারা গেছে আল্লাহ তাকে ক্ষমা করুন আবার শাস্তিও কামনা করি এই খারাপ কাজগুলোর জন্য। এমন অনেক ঘটনা আছে যেগুলো মনের মধ্যে দাগ কেেট আছে। হাসিনার দোষরা যেখানেই পালিয়ে থাকবে তাদের খুঁজে বের করে বিচার করা হবে।  
মোহনপুর পাবলিক কলেজ মাঠে আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিন। 
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আলম খোকনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরহাদ, মো.কামরুজ্জামান, মো. জাহাঙ্গীর মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, যুবদল নেতা সোহাগ মিয়া, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাদের, স্বেচ্ছাসেবকদলের নেতা মো. জালাল আহমেদ ও ছাত্রদল নেতা আমির হোসেন, তারেক প্রমুখ।














সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২