রোববার ৩ নভেম্বর ২০২৪
১৯ কার্তিক ১৪৩১
মনোহরগঞ্জে নিখোঁজের ৬দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৭:৪৭ পিএম আপডেট: ২৭.১০.২০২৪ ৭:৪৯ পিএম |

মনোহরগঞ্জে নিখোঁজের ৬দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধারকুমিল্লার মনোহরগঞ্জে নিখোঁজের ছয়দিন পর মাটিচাপা দেয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মড়হ গ্রামে খালপাড় থেকে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম আইরিন আক্তার (২৫) । তিনি উপজেলার মড়হ গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই গৃহবধু। এঘটনায় ওইদিন তার মা সায়েরা বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। রোববার দুপুরে নিহতের স্বামীর বাড়ি থেকে আড়াইশ’ ফুট দূরে বাইশগাঁও এলাকায় খালপাড়ে মাটি চাপা অবস্থায় ওই গৃহবধুর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ। নিহত আইরিন আক্তারের পিতার বাড়ি খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামে। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের আত্মীয়-স্বজনরা জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী আইরিনকে হত্যা করেছে তার স্বামী সেলিম মিয়া। নিহতের পিতা-মাতা জানান, সেলিম মিয়া তাদের মেয়েকে যৌতুকের জন্য মারধর করতো। তার উপর বিভিন্ন সময়ে নির্যাতন চালাতো এবং সে কখনো আইরিনকে শান্তি দিতো না। সেলিম মিয়া ও তার পরিবার মিলে আমাদের মেয়েকে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। 
এ ঘটনায় মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসমা সার্কেল সোমেন মজুমদার। তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় গার্মেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় প্রবাসীর ২২৯ জন প্রতিবন্ধী সন্তানকে ভাতার চেক বিতরণ
কুমিল্লায় সংখ্যালঘু গণমোর্চার গণসমাবেশ ও মিছিল
কুমিল্লায় সমবায় দিবস উদযাপন
নাঙ্গলকোটে শিশু ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জামায়াতের উত্থান দমাতে গিয়ে অনেকে সুর পাল্টাচ্ছে-ডা: তাহের
কুমিল্লায় গার্মেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বুড়িচংয়ে সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বিল্লালকে মুক্তির দাবি
উত্তেজনা ও পুলিশের নিষেধাজ্ঞার মধ্যে জাতীয় পার্টির সমাবেশ স্থগিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২