কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাতিয়ামুড়ী দক্ষিণপাড়া-মেল্লা হাইস্কুল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক মেরামত করেছে হাতিয়ামুড়ী আদর্শ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে সেচ্ছাসেবীরা। শুক্রবার এ সড়ক মেরামত উদ্বোধন করা হয়। সড়কটি মেরামতের ফলে জনসাধারণ ও যান চলাচল স্বাভাবিক হয়।
পরবর্তীতে পানি কমতে থাকলে সড়কটির বিভিন্ন স্থানে বড়-বড় গর্তের সৃষ্টি হয়ে সব ধরনের যান ও জনসাধারণের চলাচল এবং স্থানীয় স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের যাতায়াত বিঘ্নিত হয়। এ অবস্থা থেকে উত্তোরনে হাতিয়ামুড়ী আদর্শ সেবা ফাউন্ডেশন পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সড়কের গর্তে ইট ও বালু ফেলে যান ও জনসাধারণ চলাচলের উপযোগী করে তোলেন। মেরামত কাজ উদ্বোধন ও সার্বিক তত্ত্বাবধান করেন ইঞ্জিনিয়ার মো: শরিফ উদ্দিন, মো: ফয়সাল হোসেন, মো: আনিছুর রহমান, মো: শাহাদাত হোসাইন, খায়রুল আনম রোমান, রুবেল হোসেন, কামাল হোসেন প্রমুখ। 