কুমিল্লার দেবিদ্বারে রয়েল সুপার মিনিবাসের ধাক্কা এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম রানু আক্তার (৩৮)। তিনি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর গ্রামের সুন্দর আলীর মেয়ে । আহতরা হলেন, মাশিকাড়া গ্রামের বাসিন্দা সামান্তা আক্তার (১৮), বারেরা গ্রামের মালু মিস্ত্রির ছেলে অটোচালক আবুল কালাম (৩০)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মঞ্জুরুল আফসার।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, বারেরা কুড়ের পাড় মসজিদ সংলগ্ন এলাকায় কোম্পানীগঞ্জ মুখি রয়েল সুপার বাস অন্য গাড়িকে ওভারটেক করার সময় কুমিল্লা মুখি একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার তিনযাত্রী আহত হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানু আক্তারকে মৃত ঘোষণা করে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যাক্ষদর্শী চরবাকর গ্রামের আব্দুর রহমান ও সজীব বলেন, রানু আক্তারের দুটি সন্তান রয়েছে। স্বামীর সাথে ছাড়াছাড়ির পর দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চরবাকর সরকার বাড়িতে থাকতেন। বাবার বাড়িতে থেকেই দেবিদ্বার উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে অভ্যার্থনা বিভাগে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তিনি মারা যান। মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মঞ্জুরুল আফসার বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছ। দুর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। একজন নারী নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।