কুমিল্লা অজিত গুহ কলেজের সাবেক ভিপি কাওসারের মায়ের ইন্তেকাল
|
কুমিল্লা অজিত গুহ কলেজের সাবেক ভিপি কাওসারুজ্জামান মজুমদারের মা ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়ের শাশুড়ী সাফিয়া খাতুন মজুমদার ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার (২অক্টোবর) ভোর সাড়ে ৫টায় কুমিল্লা সিডি প্যাথ হসপিটালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৫ বছর। তিনি ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন। মহিয়শী এই নারী কুমিল্লা সদর দক্ষিন উপজেলার সুয়াগঞ্জ কৃষ্ণপুর মজুমদার বাড়ির মরহুম আলী আশরাফ মজুমদারের স্ত্রী । গতকাল বাদ আসর কৃষ্ণপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে কৃষ্ণপুরস্থ কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজায় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন ও এলাকার মুসল্লীগণ অংশগ্রহন করেন। জানাজার পূর্বে বক্তব্য রাখেন স্থানীয় মুরুব্বি সফিকুজ্জামান মজুমদার । মরহুমার মৃত্যুর খবর পেয়ে কৃষ্ণপুরে গ্রামের বাড়িতে যান কুমিল্লা সিটি করপোরেশেনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু । তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
|