কুমিল্লার
বুড়িচং উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুড়িচং আন্তর্জাতিক প্রবীণ দিবস
উপলক্ষে মঙ্গলবার ১ অক্টোবর একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। পরে দিবসের তাৎপর্য নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের
সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত স্বাগত বক্তব্য রাখেন উপজেলা
সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহমদ। বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন
কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, ইউআরসিএ
ইন্সট্রাক্টর মোস্তফা কামাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার খন্দকার উম্মে
সালমা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষা
কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, সরকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল মোতালেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কাশেম, মীর মোহাম্মদ আবুল
কাশেম, জামায়াতের নেতা আব্দুর রউফ, মোঃ ফয়েজ আহমদ, সাবেক প্রধান শিক্ষক
আবুল হোসেন (বিএসসি বিএড), ফয়সাল আহাম্মেদসহ সমাজসেবা অফিসের অন্যান্য
কর্মচারী ও বিভাগীয় কর্মকর্তাগণ।