বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
২৫ আশ্বিন ১৪৩১
নতুন ৩ বাইক আনছে রয়্যাল এনফিল্ড
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২১ পিএম |

 নতুন ৩ বাইক আনছে রয়্যাল এনফিল্ড জনপ্রিয় বাইক সংস্থা রয়্যাল এনফিল্ড নতুন বাইক আনছে বাজারে। শোনা যাচ্ছে, এ বছরই আরও ৩টি বাইক বাজারে আনছে সংস্থা। ক্লাসিক ৩৫০, বুলেট ৩৫০ কিংবা হান্টার ৩৫০ এই তিনটি বাইক আরও বেশি ফিচার এবং দারুণ ডিজাইনে আসতে যাচ্ছে বাজারে।

রয়্যাল এনফিল্ড গোয়ান ক্ল্যাসিক ৩৫০
রয়্যাল এনফিল্ড আর কিছুদিনের মধ্যেই বাজারে এর ক্লাসিক ৩৫০ মডেলের নতুন ভ্যারিয়ান্ট আনবে। এর নাম হবে গোয়ান ক্লাসিক ৩৫০। যেসব গ্রাহক নতুন এবং স্টাইলিশ ডিজাইনের গাড়ি খুঁজছেন, তাদের জন্য এই বাইক একটি ভালো বিকল্প হতে পারে। এই গোয়ান ক্লাসিক মডেলে এর্গোনমিকস এবং হোয়াইটওয়াল টায়ারের মত ফিচার্স থাকছে, যা এর অন্যতম আকর্ষণ হতে চলেছে। এই বাইকের স্বতন্ত্র ডিজাইন, পারফরম্যান্স, সব মিলিয়ে চালক ও আরোহীদের একটা নতুন অভিজ্ঞতা এনে দেবে।

রিফ্রেশ রয়্যাল এনফিল্ড ৩৫০এস
এরই মধ্যে ক্লাসিক ৩৫০ মডেলের আপডেটেড ভার্সন এসেছে রয়্যাল এনফিল্ডের। আর এই লঞ্চের পরে অন্য মডেলগুলোতে কিছু ছোটখাটো আপডেট আসতে চলেছে। হান্টার ৩৫০, বুলেট ৩৫০, মিটিওর ৩৫০ ইত্যাদি বাইকেও আসবে আপডেট। এই আপডেটের মধ্যে থাকবে নতুন রং, রিফ্রেশড গ্রাফিক্স এবং অন্য আরও ফিচার্স। তবে এই মডেলগুলোর পাওয়ারট্রেনে কোনো বদল আসেনি।রয়্যাল

এনফিল্ড ৪৫০সিসি ক্যাফে রেসার
গেরিলা ৪৫০ বাইকের নতুন ভ্যারিয়ান্ট ক্যাফে রেসার নামে শিগগির বাজারে আনতে চলেছে রয়্যালে এনফিল্ড। তরুণদের জন্য যারা স্টাইলিশ বাইক পছন্দ করে, তাদের জন্য এই বাইকটি একেবারে সঠিক ও যথাযথ বিকল্প হতে চলেছে। স্পিড ও ডিজাইন দুটির জন্যই এই বাইকটি অনন্য হয়ে উঠবে। এর পারফরম্যান্সও ভাল হবে এবং এর স্টাইলিশ ডিজাইন আরও আকর্ষণীয় করে তুলবে বাইকটিকে।












সর্বশেষ সংবাদ
কুমিল্লার ৭৪৮টি পূজা মণ্ডপে ঢাকে পড়বে কাঠি;
সাবেক এমপি ইউসুফ হারুনসহ ১৬ জনের বিরুদ্ধে ২ মামলা
কুবি উপাচার্য হায়দার আলীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
সঠিক তালিকা না থাকায় বিপত্তি
নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না : অর্থ উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ
মুজিবুল হক-বাহার-সূচনাসহ ৪ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক
কুবি উপাচার্য হায়দার আলী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
কুবি উপাচার্য হায়দার আলী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
১০ খাতে রাষ্ট্র সংস্কার প্রস্তাব জামায়াতের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২