সোমবার ৭ অক্টোবর ২০২৪
২২ আশ্বিন ১৪৩১
কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি এমএ জাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:২২ এএম |

  কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি এমএ জাহেরের  বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ

গত ১০ অক্টোবর মঙ্গলবার কুমিল্লার বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজের প্রথম পৃষ্ঠায় " সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে কুমিল্লা আদালতে হত্যা মামলা, বুড়িচংয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা। আসামী ১১১ জন' শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।একই তারিখে এই সংবাদটি রূপসী বাংলা পত্রিকাসহ বিভিন্ন অনলাইনে প্রকাশিত হয়েছে। আমি কুমিল্লা-৫ ( বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের ভোটে নির্বাচিতএমপি। আমাকে জড়িয়ে যে হত্যা মামলা দায়ের করেছে তা রিতিমত জনসাধারণের নিকট হাস্যকর হিসেবে পরিণত হয়েছে। আমি প্রথমে সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মনগড়া ও হিসেবে কাল্পনিক মামলাটি দায়ের করেছে। এতে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে একারণে যে আমি আওয়ামী লীগের রাজনীতি করি। আমার সাথে দলীয় অনেক নেতাকর্মী কে জড়িয়েছে, সেই সাথে দেখা গেছে বিএনপি অঙ্গ সংগঠনের ১০-১২ জনকেও বাদী আসামি করেছে। আসামিগণকে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে।
এদিকে আমার বড় ভাই আলহাজ্ব আবু তাহের ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি মারা যাওয়ার পর আমি উপজেলা পরিষদের উপ- নির্বাচনে অংশগ্রহণ করে ১০ ডিসেম্বর ২০২০ সনে স্বতন্ত্র থেকে জনগণের ভোটে বিজয়ী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। এর পর গত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫ আসনে (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ইস্তফা দিয়ে২০২৪ সনের জানুয়ারিতে সংসদ সদস্য পদে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ গ্রহণ করি। স্বতন্ত্র পদে নির্বাচনে অংশ গ্রহণ করে আমি জনগণের ভোটের মাধ্যমে ২০২৪ সনের ৭ জানুয়ারির ভোটে এমপি নির্বাচিত হই। এখন বিষয় হল যে ২০২৩ ইং সনের ২৯ অক্টোবর বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেনের হত্যা কান্ডের সঙ্গে জড়িত করে আমাকে যে মামলা দায়ের করেছে এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মনগড়া ও কাল্পনিক। কারণ ওই সময় আমি ব্রাহ্মণপাড়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত। আরও মজার বিষয় হল যে ওই সময় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে ২০২৩ ইং সনের ২৯ অক্টোবর রাতে বুড়িচং থানা পুলিশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন কে মামলার আসামি হিসেবে ধরতে তার বাড়ি  গেলে সে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় স্ট্রোক করে মারা যায়। এ বিষয়য়ে বিভিন্ন পত্রিকায় বিস্তারিত সংবাদ রয়েছে। উল্লেখ্য আরও বিস্তারিত বিবরণ রয়েছে বুড়িচং উপজেলার বিএনপির সহসভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম এর নিকট। তিনি তখন সকল সাংবাদিকদের বিস্তারিত সাক্ষাৎ দিয়েছেন দলীয় নেতা হিসেবে।
এ সংক্রান্ত জাতীয় বিভিন্ন দৈনিক যুগান্তর, সমকাল, ইত্তেফাক,বাংলাদেশ প্রতিদিন  বিভিন্ন অনলাইন একাধিক কুমিল্লার  স্থানীয় কুমিল্লার কাগজ, রূপসী বাংলা সহ বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তখনকার প্রতিকার রিপোর্ট গুলো পর্যালোচনা করলে প্রকৃত সত্যি বের হয়ে আসবে আসলে কি? আমার দাবী হল এই মামলার বিষয়টি আইন প্রয়োগ কারী সংস্থা সঠিক ভাবে তদন্ত করে যেন সত্য উদ্ঘাটন করে। যারা দোষী তাদের যেন শাস্তির আওতায় আনা হয়। নির্দোষ কেউ যেন অবিচারের মুখোমুখি না হয়। যারা আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট মামলা করেছে তারা প্রতিহিংসার পরান হয়ে এমন হীন কান্ড ঘটিয়েছে। এই কুচক্রী মহলটি  প্রতিহিংসাকারী চক্র আমাকে সামাজিক, রাজনৈতিক ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে এধরণের মিথ্যা বানোয়াট মনগড়া কাল্পনিক মামলাটি দায়ের করেছে। আমি এমামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। পাশাপাশি মামলার বাদী যেন অবিলম্বে প্রত্যাহার করে এবং সত্য ন্যায়ের পথে থাকে সেই আহবান করব। আমি আরও উল্লেখ করছি আমার সংসদীয় আসন ও নিজ এলাকায় মানুষের উপকার করেছি এছাড়া কার কোন ক্ষতি করেনি, ভবিষ্যতেও উপকার করার মন-মানসিকতা আছে।

আলহাজ্ব এম এ জাহের
সাবেক সংসদ সদস্য
কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)


















সর্বশেষ সংবাদ
পুনর্বাসন শুরু হয়নি কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার
২৯-৩১ অক্টোবর কুমিল্লায় তিনদিন ব্যাপী শচীন মেলা
কুমিল্লায় দুর্গা পূজার নিরাপত্তায় বিজিবি ও আনসার মোতায়েন
আসিফ আকবরের সাথে কুমিল্লা জেলার খেলোয়াড় ও কর্মকর্তাদের মতবিনিময়
চৌদ্দগ্রামে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যামামলায় যুবলীগ নেতা গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আসিফ আকবরের সাথে কুমিল্লা জেলার খেলোয়াড় ও কর্মকর্তাদের মতবিনিময়
অধ্যাপক নাজমা আহমেদের ইন্তেকাল
চৌদ্দগ্রামে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যামামলায় যুবলীগ নেতা গ্রেফতার
পুনর্বাসন শুরু হয়নি কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার
হাসপাতাল বন্ধ ঘোষণা করে সিলগালা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২