বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
২৫ আশ্বিন ১৪৩১
কাউন্টি ক্রিকেটে বল হাতে দ্যুতি ছড়ালেন সাকিব আল হাসান
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০০ পিএম |

কাউন্টি ক্রিকেটে বল হাতে দ্যুতি ছড়ালেন সাকিব আল হাসানপ্রথম স্পেলটায় পরিচয় দিলেন নিজের ধৈর্য্যের। সঙ্গে দীর্ঘ ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে মানিয়ে নেয়ার একটা চেষ্টা। আর পরের স্পেলটায় সাকিব আল হাসান দেখালেন বল হাতে তার চিরচেনা সেই রূপ। কাউন্টি ক্রিকেটে অনেকটা দিন পর ফিরেছেন। ক্যারিয়ারের দেড় যুগে এসে স্বাদ পেলেন অভিষেকের। সাকিব দিনটা রাঙালেন শেষ পর্যন্ত নিজের মতো করেই। 
কাউন্টি ক্রিকেটে এর আগেও খেলেছেন। তবে সেটা উস্টারশায়ার কাউন্টি ক্লাবের হয়ে। সারের হয়ে বলতে গেলে নতুন করে অভিষেকই হয়েছে। উইন্ডিজ পেসার কেমার রোচ সাকিবকে দিলেন অভিষেকের ক্যাপ। সারের হয়ে এক ম্যাচের জন্য মাঠে নামা সাকিব বাকি দিনটা শেষ করেছেন নিজেকে প্রমাণ করে। ৩৩.৫ ওভার বল করে ৯৭ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। 
ম্যাচে সাকিব দৃশ্যপটে এলেন ১০ ওভার পর। ততক্ষণে সারে প্রতিপক্ষ সমারসেটের ১ উইকেট তুলে নিয়েছে। কেমার রোচ ইনিংসের প্রথম ওভারেই সমারসেট ওপেনার লুইস গোল্ডসওর্দিকে প্যাভিলিয়নে পাঠান। ১০ ওভার শেষে সমারসেটের সংগ্রহ ১ উইকেটে ৩০।  এমন অবস্থায় ডাক পড়ে সাকিবের। এরপর মাঝে এক ওভার বাদ দিয়ে সমারসেটের ইনিংসে ৬৬তম ওভার পর্যন্ত টানা বোলিং করেন সাকিব।
দুই স্পেল মিলিয়ে ২৮ ওভারে ৭ মেডেন নিয়ে ৭৯ রান দিয়েছেন সাকিব আল হাসান। পেয়েছিলেন ১ উইকেট। নিজের প্রিয় অস্ত্র আর্ম বলের সাহায্যে তুলে নেন টম অ্যাবেলের (৪৯) উইকেট। সাকিবের দুর্দান্ত আর্ম বলের কোনো জবাবই ছিল না অ্যাবেলের। ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পড়ে যান আবেল।
সাকিব নিজের তৃতীয় স্পেলে ফিরেছেন সমারসেটের ইনিংসে ৮৬তম ওভারে। এই স্পেলে দেখিয়েছেন নিজের ঝলক। মাত্র ৫.৫ ওভার বোলিং করে বাকি ৩টি উইকেট নেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ক্যাসি আলড্রিজ সাকিবকে এগিয়ে এসে খেলতে গিয়ে হয়েছেম বোল্ড। ক্রেইগ ওভারটনও ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন। তবে বল এবার চলে যায় উইকেটের পেছনে থাকা বেন ফোকসের হাতে। সেখান থেকেই স্ট্যাম্পিং। 
আর শেষ উইকেটে সাকিব ব্রেট র‍্যানডেলকে ফেরান এলবিডব্লিউতে। ৯৬তম ওভারের পঞ্চম বলে সাকিবের উইকেটের সুবাদে অলআউট হয় সমারসেট। সারের হয়ে দিনের সেরা বোলার বাংলাদেশের সাবেক অধিনায়ক। এছাড়া ১৭ ওভারে ৪১ রানে ৩ উইকেট নেন সারে পেসার ড্যানিয়েল ওরেল। সমারসেটের হয়ে সর্বোচ্চ ১৩২ রান করেছেন টম ব্যান্টন। 












সর্বশেষ সংবাদ
কুমিল্লার ৭৪৮টি পূজা মণ্ডপে ঢাকে পড়বে কাঠি;
সাবেক এমপি ইউসুফ হারুনসহ ১৬ জনের বিরুদ্ধে ২ মামলা
কুবি উপাচার্য হায়দার আলীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
সঠিক তালিকা না থাকায় বিপত্তি
নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না : অর্থ উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ
মুজিবুল হক-বাহার-সূচনাসহ ৪ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক
কুবি উপাচার্য হায়দার আলী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
কুবি উপাচার্য হায়দার আলী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
১০ খাতে রাষ্ট্র সংস্কার প্রস্তাব জামায়াতের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২