কাউন্টি ক্রিকেটে বল হাতে দ্যুতি ছড়ালেন সাকিব আল হাসান
|
প্রথম স্পেলটায় পরিচয় দিলেন নিজের ধৈর্য্যের। সঙ্গে দীর্ঘ ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে মানিয়ে নেয়ার একটা চেষ্টা। আর পরের স্পেলটায় সাকিব আল হাসান দেখালেন বল হাতে তার চিরচেনা সেই রূপ। কাউন্টি ক্রিকেটে অনেকটা দিন পর ফিরেছেন। ক্যারিয়ারের দেড় যুগে এসে স্বাদ পেলেন অভিষেকের। সাকিব দিনটা রাঙালেন শেষ পর্যন্ত নিজের মতো করেই। |