কুমিল্লা ক্লাবে আবার রাখা হচ্ছে পাঠকপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজ
|
স্টাফ রিপোর্টার।। আত্মগোপনে থাকা কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে খুশি করতে কুমিল্লার সবচেয়ে পাঠকপ্রিয় ও সদস্যদের পছন্দের পত্রিকা দৈনিক কুমিল্লার কাগজ কুমিল্লা ক্লাবে রাখা বন্ধ করেছিল তার অনুগত কমিটির সদস্যরা। কুমিল্লার বিশিষ্ট নাগরিকদের এ ক্লাবের সদস্যদের দাবির মুখে রবিবার (৮সেপ্টেম্বর) থেকে কুমিল্লা ক্লাবে রাখা হচ্ছে দৈনিক কুমিল্লার কাগজ। সেই সাথে রাখা হচ্ছে জাতীয় তিনটি পত্রিকাও। সাবেক সংসদ সদস্য বাহারের কৌশলী নিয়ন্ত্রণে থাকা এ ক্লাবে তার জন্য বিশেষ ব্যবস্থাসহ নানা আয়োজন রেখেছিল অনুগত তল্পিবাহকরা। তাকে খুশি করতে রুম বরাদ্দসহ যা যা করা দরকার তাই করতেন তারা। সাবেক এমপি বাহার পছন্দ করেন না এমন লোকজন ও সদস্যদেরও ক্লাব সহজভাবে গ্রহণ করতো না। |