বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
২৫ আশ্বিন ১৪৩১
কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪৮ এএম |

কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ নিহত হয়েছে চারজন।  শুক্রবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের নানকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, স্টার লাইন বাসের দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 
তিন দিন আগে বন্যাকবলিত স্বজনদের পাশে দাঁড়াতে গ্রামের বাড়ি গিয়েছিলেন ফেনীর সদর উপজেলার মৌটুবী এলাকার মামুন। মাইক্রোবাসে করে শুক্রবার সকালে পরিবারের ৮ সদস্যসহ বাড়ি থেকে রওনা হন ঢাকার উদ্দেশ্যে। ভোর ছয়টায় চৌদ্দগ্রাম উপজেলার নামকরা এলাকায় স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মামুন, তার এক মাস বয়সী শিশু সন্তান সাইমন ও মামুনের শাশুড়ি মাজেদা খাতুন। মামুনের স্ত্রী আরও দুই সন্তানসহ গুরুতর আহত চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  পরে তাদেরকেও উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। স্বজনদের অভিযোগ,  স্টার লাইন বাসটি অতিরিক্ত গতিতে থাকায় নিয়ন্ত্রণহীন হয়ে মাইক্রোবাসের ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের কুমিল্লার মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ি থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাসটিকেও রাখা হয়েছে ফাঁড়িতে।  
নিহত মামুনের ভাই হান্নান জানান, দীর্ঘদিন বন্যা কবলিত থাকায় আমার ভাই বাড়িতে আসতে পারেনি। পরে পানি কমলে তার পরিবারের সদস্যরাসহ আমাদেরকে দেখতে বাড়িতে আসে। এলাকায় এসে মানুষকে সাহায্য করে। শুক্রবার ভোরে ঢাকায় ফেরার পথে স্টার লাইন বাস মাইক্রোবাসকে চাপা দিলে এ প্রাণহানি ঘটে। 
তিনি আরো জানান, সম্পূর্ণ দোষ স্টারলাইন বাসের। বাসটি মাইক্রোবাসকে এমনভাবে চাপা দিয়েছে যে অন্য যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে তাদের অবস্থাও আশঙ্কাজনক। বাসটি অতিরিক্ত গতিতে চালাচ্ছিল বলে এ দুর্ঘটনা হয়েছে।
কুমিল্লা হাইওয়ে রিজিয়নের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, স্টারলাইন বাসটিতে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার মূল কারণ জানা যাবে।  এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।












সর্বশেষ সংবাদ
কুমিল্লার ৭৪৮টি পূজা মণ্ডপে ঢাকে পড়বে কাঠি;
সাবেক এমপি ইউসুফ হারুনসহ ১৬ জনের বিরুদ্ধে ২ মামলা
কুবি উপাচার্য হায়দার আলীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
সঠিক তালিকা না থাকায় বিপত্তি
নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না : অর্থ উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ
মুজিবুল হক-বাহার-সূচনাসহ ৪ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক
কুবি উপাচার্য হায়দার আলী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
কুবি উপাচার্য হায়দার আলী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
১০ খাতে রাষ্ট্র সংস্কার প্রস্তাব জামায়াতের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২