শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫
৪ মাঘ ১৪৩১
‘বাংলাদেশকে ভয় পেয়ো না, চ্যালেঞ্জ নাও’ দলকে ভুটান কোচের বার্তা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৮ এএম |




বাংলাদেশ সম্পর্কে অনেক খবরই জানা ভুটান কোচ অতসুশি নাকামুরার! কদিন আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। গত জুলাই-অগাস্টের গণআন্দোলন সম্পর্কেও খোজখবর রেখেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গগুলো টানলেন নাকামুরা। দলকে দিলেন জামাল-মিতুলদের বিপক্ষে ভয়ডরহীন ফুটবল খেলার বার্তা।
থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৬টায় প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগামী রোববার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ গড়াবে একই স্টেডিয়ামে।
পরিসংখ্যানের পাতায় ভুটানের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বাংলাদেশের। ১১ ম্যাচে জয় ৯টি, ড্র দুটি, হার মাত্র একটি। এই একটি হার চ্যাংলিমিথাংয়ের টার্ফে। স্বাগতিক অধিনায়ক নিমা ওয়াংদি ২০১৬ সালের পুনরাবৃত্তি করতে মুখিয়ে।
“পরের বছর আমাদের এএফসি এশিয়ান কাপের বাছাই রয়েছে। এই ধরনের প্রীতি ম্যাচ আমাদের দলকে উজ্জ্বীবিত করবে। কোচও বলেছেন, আমাদের দলটা তরুণ, এই ম্যাচগুলোতে তারা আত্মবিশ্বাস শানিয়ে নেবে। এটা আমাদের ঘরের মাঠ। আমাদের এই সুযোগটা নিতে হবে।”
সুযোগ নিতে হলে মাঠে ভড়কে গেলে চলবে না। ভুটান কোচ নাকামুরার মনে হচ্ছে, সাম্প্রতিক সময়ে নানা কারণে উজ্জীবিত থাকবে বাংলাদেশ। কাবরেরার দলকে চ্যালেঞ্জ জানাতে হলে লড়তে হবে চোখে চোখ রেখে।
“বাংলাদেশ খুব গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে। অবশ্যই তারা কঠিন প্রতিপক্ষ। সবশেষ অনূর্ধ্ব-২০ সাফে তারা ভারতকে হারিয়েছে। বাংলাদেশের রাজনীতিতেও বিপ্লব হয়েছে, এটাও তাদের অনুপ্রাণিত করবে। তারা শক্তিশালী দলৃ কিন্তু এটা আমাদের ঘরের মাঠ। আমি ছেলেদের বলব বাংলাদেশকে ভয় না পেতে এবং তাদের চ্যালেঞ্জ জানাতে।”












সর্বশেষ সংবাদ
দুই মামলায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে কারাগারে প্রেরণ
জুলাই ঘোষণাপত্র তৈরিতে তাড়াহুড়ো চায় না দলগুলো
একতাই আমাদের শক্তি: ড. ইউনূস
কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ----মনিরুল হক চৌধুরী
যুবদল নেতা আশরাফুজ্জামান পিয়ালের ইন্তেকাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুবদল নেতা আশরাফুজ্জামান পিয়ালের ইন্তেকাল
লালমাইয়ে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ----মনিরুল হক চৌধুরী
যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেঈমানি করছেন
কুবির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, আবেদন ফি ১০০০
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২