কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরেজেলা কার্যালয়ে এ কর্ম পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমীর অধ্যাপক আবদুল মতিন।
উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদের পরিচালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা -নোয়াখালী অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তার।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, মুফতি আমিনুল ইসলাম, বি-পাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্ম পরিষদ সদস্য সাইফুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল বারী, অধ্যাপক তাসলিমুর রহমান, এ্যাডভোকেট আবদুল আওয়াল প্রমুখ।
বৈঠকে রবিউল আউয়াল মাস, বন্যা দুর্গত এলাকায় পুনর্বাসন, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব বাস্তবায়নে জামায়াতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।