কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ডিজেডিসি ব্যাটারি কোম্পানি ডংজিন গ্রুপ। বুধবার উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর উত্তর-দক্ষিণ ও আমতলী, নোয়াপাড়া, বাতাচোঁসহ কয়েকটি গ্রামে বন্যার্ত মানুষের মাঝে প্রায় পাঁচশ’ প্যাকেট শুকনা খাবার, মেডিসিন ও অন্যান্য আনুষঙ্গিক জিনিস বিতরণ করে কোম্পানিটি। ত্রাণ বিতরণ করেন ডংজিন গ্রুপের এমডি মি. লুপিন, ম্যানেজার নাইমুল হাসান, এক্সিকিউটিভ মো. সোহেল, মো. হানিফ, মো. আক্তার হোসেন ও মো. রুবেল হোসেন প্রমুখ। মনোহরগঞ্জ ছাড়াও কুমিল্লার ব্রাক্ষ্মনপাড়া, ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, নোয়াখালী সদর এবং লক্ষনীপুরেও পাঁচশ’ প্যাকেট করে সর্বমোট তিন হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করে ডিজেডিসি ব্যাটারি কোম্পানিটি। বিভিন্ন সময়ে, বিভিন্ন দুর্যোগে অসহায় দুঃস্থ-মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। চায়না এই কোম্পানিটি দেশের বিভিন্ন এলাকায় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বলে জানান ডংজিন গ্রুপের এমডি মি. লুপিন।