ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে দাউদকান্দিতে বাস-ট্রাক সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। শনিবার সকাল ৭
টায় মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে
থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শাহীনূর ইসলাম জানান, ঢাকাগামী যাত্রীবাহী
বাস পেছন থেকে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাস চালক ও
যাত্রীরা আহত হয়। আহতদের গৌরীপুর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
দাউদকান্দি
ফায়ার সার্ভিসের এসও ইরশাদ হোসাইন বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত
ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।
গৌরীপুর হাসপাতাল জরুরি বিভাগ জানান, আহত ৯ জনের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।