দোমেনিকো
বেরার্দির ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। পায়ের
চোটে ছিটকে গেছেন ইতালিয়ান এই উইঙ্গার। সেরে উঠতে করাতে হবে অস্ত্রোপচার।
তাতে ইউরোর আগামী আসরে তার খেলার সম্ভাবনা অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।
সেরি
আয় রোববার রাতে হেল্লাস ভেরোনার মাঠে ১-০ গোলে হেরে যায় সাস্সুয়োলো।
ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন দলটির রাইট উইঙ্গার বেরার্দি।
পরদিন
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, বেরার্দির ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনে চিড়
ধরা পড়েছে। তাই করাতে হবে অস্ত্রোপচার। ফলে চলতি মৌসুমের বাকি অংশ এবং
আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ইউরোয় হয়তো খেলতে পারবেন না ২৯ বছর বয়সী এই
ফুটবলার।
জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ২৮ ম্যাচ থেলে আটটি গোল করেছেন বেরার্দি।
গত
ইউরোর ফাইনালে তিনি বদলি হিসেবে মাঠে নামেন এবং টাইব্রেকারে দলের ৩-২
ব্যবধানে জয়ের প্রথম পেনাল্টি শটে বল জালে পাঠান। জার্মানিতে হতে যাওয়া
এবারের আসরে ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তিকে হয়তো বেরার্দিকে ছাড়াই
পরিকল্পনা সাজাতে হবে।
বেরার্দির ছিটকে পড়া সাস্সুয়োলোর জন্যও অনেক বড়
আঘাত। সেরি আয় অবনমন এড়াতে লড়ছে দলটি। ২৭ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে ১৯
নম্বরে আছে তারা।