নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, জেলা চৌদ্দ দলের সমন্বয়ক,
বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফজলখান এডভোকেটের দ্বিতীয়
মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এই দিনে ঢাকার এ এম জেড হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
আফজল খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৬ নভেম্বর বুধবার মরহুমের
বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন
করা হয়েছে।
কুমিল্লা অঞ্চলের নেতা হলেও অধ্যক্ষ আফজল খান এডভোকেট
জাতীয়ভাবে নানা কারণে আলোচিত ছিলেন। এ নেতা ১৯৪৫ সালের ১০ ফেব্রুয়ারি
কুমিল্লা শহরের রামমালা রোডস্থ পৈত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন
থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত হন। বাষট্টির শিক্ষা আন্দোলন, ছয় দফা
আন্দোলন, উনসত্তরের গণ আন্দোলন এবং একাত্তুরের মহান মুক্তিযুদ্ধে তার অবদান
অনশিকার্য। ১৯৬৫ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি নির্বাচিত হন।
রাজনৈতিক কারণে আফজল খান অনেকবার কারাবরণ করেন এবং নির্যাতন ভোগ করেন।
মুক্তিযুদ্ধের
সংগঠক অধ্যক্ষ আফজল খান হাতিমারা কামাল নগর ক্যাম্পের কমা-ারের দায়িত্ব
পালন করেন। আফজল খান রাজনৈতিক জীবনে কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও সভাপতি ছিলেন। ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।
পরবর্তীতে তিনি জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হন। ছিলেন কুমিল্লা জেলা ১৪
দলের সমন্বয়ক। বর্ষিয়ান এই নেতা মৃত্যুর মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে এক
ইতিহাসের যবানিকা হয়।