কুমিল্লার
চান্দিনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উপজেলা
সদরে আনন্দ মিছিল করে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.
প্রাণ গোপাল দত্ত সমর্থিত পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর রাত ৮টায় উপজেলা
আওয়ামীলীগ কার্যালয় থেকে ডা. প্রাণ গোপাল দত্ত এমপি সমর্থিত নেতাকর্মীরা
পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম এর
নেতৃত্বে আনন্দ মিছিল বের করে পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয়
কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন-
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ফয়সাল বারী মজুমদার
মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মো. শামীম হোসেন, উপজেলা কৃষকলীগের
উপদেষ্টা এ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপন, পৌর আওয়ামী লীগ ত্রাণ ও
পুনর্বাসন সম্পাদক আলী হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা মো. বাহারুল ইসলাম বাহার,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, পৌর কৃষকলীগ
সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. জয়নাল আবেদীন জনি, উপজেলা ছাত্রলীগ সাবেক
সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আবু কাউছার, সাবেক সাংগঠনিক সম্পাদক
সামিরুল খন্দকার রবি, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মো. মিজানুর রহমান, পৌর
ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তানভীর আহম্মেদ রানা প্রমুখ।
রাত পৌনে ৮টায়
মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত নেতাকর্মীরা চান্দিনা থানা সংলগ্ন এলাকা থেকে
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম এর
নেতৃত্বে আনন্দ মিছিল বের করে।
মিছিল দুটি উপজেলা সদরের পূর্ব বাজার ও
মধ্য বাজার এলাকায় দুই বার মুখোমুখি হলেও কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। উভয়
মিছিলে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।