মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
৭ চৈত্র ১৪২৯
কমেছে তাপমাত্রা, থেমে থেমে বৃষ্টি চলবে আরও কদিন
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১:০১ পিএম |

কমেছে তাপমাত্রা, থেমে থেমে বৃষ্টি চলবে আরও কদিন২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এর ফলে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী ২৩ মার্চ পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ২৮ দশমিক ৫, রাজশাহীতে ২৭ দশমিক ৪, রংপুরে ২৯ দশমিক ৮, ময়মনসিংহে ২৫ দশমিক ৩, সিলেটে ২৬ দশমিক ৫, চট্টগ্রামে ২৯ দশমিক ৮, খুলনায় ৩০ দশমিক ২ ও বরিশালে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ২৩ মিলিমিটার। এদিকে সাতক্ষীরা ও সিলেটে ২০, বগুড়ায় ৮, খুলনায় ৫, চুয়াডাঙ্গা ও যশোরে ৪, গোপালগঞ্জ ও মাদারীপুরে ৩, সিলেটের শ্রীমঙ্গল, টাঙ্গাইল, নওগাঁর বদলগাছী ও সিরাজগঞ্জের তাড়াশে ২, পটুয়াখালী, চাঁদপুর, রংপুর, সৈয়দপুর, ঈশ্বরদী ও ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ফরিদপুর, রাজশাহী ও বাগেরহাটের মোংলায় সামান্য বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানায়।












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন
কুবিতে অনুষ্ঠিত হলো ম্যাথ অলিম্পিয়াড
সোনার দাম কমলো
বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সীমানা পরিবর্তনের আবেদন সবচেয়ে বেশি কুমিল্লায়
কমলো হজের খরচ
রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন
বাংলাদেশে ১৪ ঘণ্টা, এবার সবচেয়ে দীর্ঘ সময় রোজা যে দেশে
একই পদ্ধতি অনুসরণে সব মসজিদে তারাবিহ পড়ার আহ্বান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft