লালমাইয়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রদীপ মজুমদার
|
![]() বুধবার (২৫জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক ও ইউএনও মো. ফোরকান এলাহি অনুপম । উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে ও মাহামুদুল হাসান আবাদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডা. শাহ আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মীর হোসেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা আক্তার , মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, লালমাই ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইঞ্জিনিয়ার আলী আকবর, সদস্য প্রদীপ মজুমদার, বাগমারা বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুমন, হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক আবদুল গাফফার প্রমুখ। নির্ধারিত ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে উপজেলার ৯টি ইউনিয়নে ১৫০শতাধিক অ্যাথলেট অংশ নেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
|