ডিএমপির পাঁচ এডিসিকে বদলি
|
![]() মঙ্গলবার (২৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। ডিএমপি ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. কামরুল ইসলামকে সিটিতে, মতিঝিল বিভাগের এনামুল হক মিঠুকে ডিবি তেজগাঁও বিভাগে, ডিবি তেজগাঁও বিভাগের শাহাদাত হোসেন সুমাকে ডিএমপি সদর দফতরে (প্রশাসন), সিটির এস. এম. শামীমকে ওয়ারী বিভাগে এবং ডিএমপি সদর দফতরের (অপারেশন-২) রওশানুল হক সৈকতকে মতিঝিল বিভাগের বদলি করা হয়েছে।
|