বুধবার ৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২
আগামী বছরগুলোতে বিদ্যুৎ সমস্যা থাকবে না: প্রতিমন্ত্রী
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ২:২৬ পিএম |

আগামী বছরগুলোতে বিদ্যুৎ সমস্যা থাকবে না: প্রতিমন্ত্রীবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে আগামী বছরগুলোতে মানসম্মত নিরবচ্ছিন্ন সরবরাহ করা হবে। বিদ্যুৎ সমস্যা থাকবে না। উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে।

তিনি বলেন, আমরা সামনে ভেড়ামারা থেকে বিদ্যুৎ পাব, নিউক্লিয়াস থেকে বিদ্যুৎ পাব, আদানি থেকে বিদ্যুৎ আসবে। আশা করছি ভালো সরবরাহ করতে পারব।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নেসকো টুওয়ার্ড ২০৪১, চ্যালেঞ্জ এন্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো)।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এখন যত্রতত্র শিল্প কারখানা গড়ে উঠেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যত্রতত্র শিল্প কারখানায় সংযোগ না দেয়ার। সে বিষয়টা মাথায় রাখার দরকার। নেসকো এলাকায় ২৭ হাজার সেচ পাম রয়েছে। সেসব সেচ পাম্পে কিভাবে সোলার সিস্টেমে নিয়ে আসা যায় তার একটা চিন্তা মাথায় রাখতে হবে। 


তিনি আরও বলেন, কিভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় সে ধরনের পরিকল্পনার অংশ হিসেবে নেসকোর আজকের এই সেমিনার। আমি মনে করি নেসকো খুব যুগোপযোগী একটি সেমিনারের আয়োজন করছে। তারা স্মার্ট বিদ্যুৎ বিতরণে যে পরিকল্পনা নিয়েছে তা সুফল নিয়ে আসবে।

সেমিনারে নেসকো চেয়ারম্যান মো. মোহসীন চৌধুরী বলেন, নেসকো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকায় তার কার্যক্রম পরিচালনা করছে। কিছুটা পিছিয়ে থাকা এই এলাকার জনগণের সরলতা সর্বত্র সমাদৃত। এই এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড দেশের অন্যান্য এলাকা হতে একটু কম। বিদ্যুতের চাহিদাও কিছুটা কম। নেসকো এই এলাকায় একটি ক্যাটালিস্টের ভূমিকায় রয়েছে। নেসকোর সফলতার উপর নির্ভর করছে এ এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি প্রকৃতি। অর্থনৈতিক উন্নয়ন বয়ে আনবে আর্থ-সামাজিক গতিশীলতা। আর এভাবেই এ এলাকা হয়ে উঠবে বাংলাদেশের ক্রিটিকাল অর্থনৈতিক জোন। ক্যালিফোনিয়া ছিল আমেরিকার কৃষি ফোন; যা এখন পৃথিবীর ৫ম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এভাবেই নেসকো এলাকাও এগিয়ে যাবে-এটা আমার বিশ্বাস।

সেমিনারে বিদ্যুৎ বিভাগসহ নেসকোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২