কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান
২৪ ঘন্টায় গ্রেপ্তার ৪৮
তানভীর দিপু:
|
![]() ![]() আব্দুল মান্নান জানান, আমরা কুমিল্লা বিসিক শিল্পনগরীতে অভিযান পরিচালনা করি। এসময় চার যুবককে আমরা আটক করি। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেশি অস্ত্র, ১৪ টি ককটেল ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আমার জানতে পেরেছি- তাদের বড় কোন ছিনতাইয়ের পরিকল্পনা ছিলো। তার আগেই তাদের আটক করে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হলো। উদ্ধারকৃত ককটেলগুলো ঢাকা থেকে আসা বম্বডিস্পোজাল ইউনিটের সদস্যরা নিরাপদ জায়গায় নিষ্ক্রিয় করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাক আহমেদ, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কামরান আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আরো জানান, আমরা সব সময়ই আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সচেষ্ট আছি। আগামী ১৫ দিন কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এসময় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত বিশৃঙ্খলাকারীদের আটক, ব্লকরেইড ও চেক পোস্টিং করা হবে। জঙ্গি ও উগ্রবাদ নিয়ে কুমিল্লাবাসীকে সচেতন হবার আহ্বান জানিয়ে পুলিশ সুপার আবদুল মান্নান আরো বলেন, অতীত ও সাম্প্রতিক ইতিহাসে কুমিল্লায় জঙ্গি-উগ্রবাদ নিয়ে সম্পৃক্ততা এবং ঘটনা রয়েছে। যে কারণে এই অঞ্চলে যেন জঙ্গিবাদ ও উগ্রবাদ মাথাচাড়া উঠতে না পারে সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কিছুদিন আগেও কুমিল্লা থেকে নিখোঁজের যে ঘটনা রয়েছে সেদিকে খেয়াল রেখেই আমাদের সচেতন হতে হবে। |