শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
আগামী দিনের বিশ্ব হবে বিজ্ঞানময়--জেলা প্রশাসক কামরুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১২:৩৪ এএম |


আগামী দিনের বিশ্ব হবে বিজ্ঞানময়--জেলা প্রশাসক  কামরুল হাসান
ইসমাইল নয়ন।।
আজকে যারা শিক্ষার্থী তারা আগামী ২০৪১ সালে দেশকে নেতৃত্ব দিবে। তখনকার পৃথিবী হবে বিজ্ঞানময়। আগামী দিনে চতুর্থ শিল্প বিপ্লবে বিজ্ঞানের ভূমিকা থাকবে অনস্বীকার্য।
গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে, ভগবান স্কুল মাঠে অনুষ্ঠিতব্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে  ব্রাহ্মণপাড়ায় বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি আরো বলেন, আমাদের সকলকে প্রথমে ভালো মানুষ হতে হবে, পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, আমাদের সন্তানরা চাইলেই পারবেন। উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন প্রজেক্টের কথা তুলে ধরেন। এছাড়া তিনি বর্তমান সরকারের উদ্বেগে শিক্ষার্থীদেরকে  বিনামূল্যে বই,  উপবৃত্তিসহ অন্যান্য সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। তিনি প্রতিটি শিক্ষার্থীদেরকে বিজ্ঞানময় মন মানসিকতায় বেড়ে উঠার জন্য এইচএসসি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানে পড়ালেখা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি কাউসার হামিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন মুবিন,  ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নেতৃত্বে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহাবুবুল হাসান, পিআইও এনামুল হক, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, দুলালপুর ইউপি চেয়ারম্যান রিপন ভূঁইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, শশীদল ইউপি চেয়ারম্যান রিয়াদ, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ হুমায়ুন হুমায়ুন কবির, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ। বিজ্ঞান মেলায় দশটি প্র্যাভিলিয়নে ৩৯ টি স্টলের মাধ্যমে ছয়টি কলেজ এবং ৩৩ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের পরবর্তীতে গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  বিকেলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
আওয়ামী লীগ ১২ স্বতন্ত্র ৫
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft