মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত মফিজুর রহমান বাবলু
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম আপডেট: ২৬.০৯.২০২২ ১:২৫ এএম |

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত মফিজুর রহমান বাবলুতানভীর দিপু: কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। এছাড়া আরো ৫ জন সদস্য এবং এক জন সংরক্ষিত সদস্য প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। সারাদেশের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা ভোটে সংরক্ষিত সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৬৮ জন নির্বাচিত হয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার (২৫ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব ব্যক্তিকে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে সমন্বয়কৃত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন মোট ১২ জন প্রার্থী এর মধ্যে ১০ জন সাধারণ সদস্য এবং ২ জন নারী সংরক্ষিত সদস্য। ১২টি ওয়ার্ডে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন মোট ৪৮ জন সদস্য এবং ১৭ জন নারী সংরক্ষিত সদস্য।
কুমিল্লায় সদস্য পদে- ০৩ নং ওয়ার্ডের নাসিম ইউসুফ রেইন, ০৯ নং ওয়ার্ডে আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ১২নং ওয়ার্ডে আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান মজুমদার এবং ১৬নং ওয়ার্ডে আবদুর রহিম। এছাড়া সংরক্ষিত ওয়ার্ড ০৫নং-এ বিজয়ী হতে যাচ্ছেন তানজিনা আক্তার।
এদিকে গতকাল রোবার মনোনয়ন প্রত্যাহার করেন সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে শামীমা আক্তার চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডে সালমা আক্তার। সাধারন ২ নম্বর ওয়ার্ডে আতিকুর রহমান, মজিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক, মনির হোসেন, ৪নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম, মোঃ সুমন, ৭নম্বর ওয়ার্ডে কাজী আখলাকুর রহমান, আমির হোসেন চৌধুরী, মোঃ মুজিবুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডে মোঃ বিল্লাল হোসেন ভূইয়া।
এই নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৮৬জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বিকাল তিনটা পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তারা। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৬৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২০জন মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী ১৭ অক্টোবর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার ১৭টি ওয়ার্ডে মোট ভোটার ২৬৮০ জন। এর মধ্যে ২০৫৩ পুরুষ এবং ৬২৭ জন নারী ভোটার রয়েছেন।















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২