প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ২:৫৩ পিএম আপডেট: ১২.০৮.২০২২ ২:৫৯ পিএম |
আসন্ন এশিয়া কাপের জন্য বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশের দল ঘোষণার কথা ছিল। কিন্তু সাকিব আল হাসানের বেটউইনার নিউজ সম্পর্কিত বিতর্কে এখন পর্যন্ত দল নিয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শেষ পর্যন্ত বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিলের বিষয় নিশ্চিত করেছেন সাকিব। তবে তার সঙ্গে সামনাসামনি আলোচনা ছাড়া এশিয়া কাপের দল এবং নতুন টি-২০ অধিনায়ক বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে রাজি নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ কারণে বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা করতে আজ (১২ আগস্ট) দিবাগত রাত ৩টায় দেশে আসবেন সাকিব। এরপর শনিবার বৈঠকে বসবেন তারা। সাকিবের সঙ্গে আলোচনা শেষে এবারের এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিবি, এমনটাই আভাস পাওয়া গেছে।
সাকিবের সঙ্গে বৈঠকে মূলত বেটউইনার নিউজের সঙ্গে তার চুক্তির কারণ এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে জানতে চাইবেন বিসিবি প্রধান নাজমুল হাসান। সেখানে সন্তোষজনক উত্তর পেলে এশিয়া কাপের পাশাপাশি দীর্ঘমেয়াদে টি-২০ অধিনায়কত্ব দেওয়া হতে পারে সাকিবকে।
এসব বিষয়ে এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছেন নাজমুল হাসান পাপন। এর আগে গত ২ আগস্ট বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব। তিনি অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে চুক্তি করলেও বেটউইনার নিউজ মূলত জুয়াভিত্তিক বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান।
এমন একটি সাইটের সঙ্গে সাকিব চুক্তি করায় মূলত কঠোর অবস্থান নেয় বিসিবি। পাপন এমনটাও বলেছিলেন, বেটিং সাইটের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলে ক্রিকেট ছাড়তে হবে এই ক্রিকেটারকে। অবশেষে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি ছাড়ার মৌখিক ঘোষণা দেন সাকিব।