শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
নজরুলের জীবনী আমাদের জন্য একটি শিক্ষা: এলজিআরডি মন্ত্রী
জহির শান্ত
প্রকাশ: শুক্রবার, ২৭ মে, ২০২২, ৮:০৫ পিএম |

নজরুলের জীবনী আমাদের জন্য একটি শিক্ষা: এলজিআরডি মন্ত্রীস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘কোনো পেশাকেই ছোট হিসেবে দেখার সুযোগ নেই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন, রুটির দোকানে কাজ করেছেন। কিন্তু সেখান থেকে উঠে এসেই তিনি তার চিন্তা-চেতনা ও লেখনির মাধ্যমে আমাদের জাতীয় কবি হয়েছেন। কবি নজরুলের জীবনী আমাদের জন্য একটা শিক্ষা। জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। ’
শুক্রবার (২৭ মে) জাতীয় পর্যায়ে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের সামপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনীর মাধ্যমে আমাদের বুঝাতে চেয়েছেন, মানুষে মানুষে ভেদাভেদ নেই। আমাদের উচিৎ সে সমস্ত উপলব্ধিগুলো পড়ে কাজে লাগানো। ধর্মকে ব্যবহার করে মানুষের অধিকার হরণের যে চেষ্টা আমাদের সমাজে প্রচলিত আছে; সেটাকে নজরুল তার কবিতায় তুলে ধরেছেন। কবি নজরুলের গান-কবিতা কিংবা সকল রচনার কথা যদি বলি, সবকিছুতেই লিপিবদ্ধ আছে ‘মানুষের জন্য মানুষ।’ মানুষকে তার অধিকার বঞ্চিত রাখা যাবে না।’
তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এই কুমিল্লা কবি নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লা। সামাজিক-সাংস্কৃতিক দিক থেকে কুমিল্লা সবসময়-ই এগিয়ে ছিলো। সভ্যতা-নম্রতা-ভদ্রতা সব দিক থেকেই এগিয়েছিলো। আমি বিশ্বাস করি শুধুমাত্র অট্রালিকা কিংবা জৌলুসে নয়Ñ সবদিকে এগিয়ে থেকেই কুমিল্লা গৌরবান্বিত হবে। একসময় যখন এই কুমিল্লায় বড় বড় অট্রালিকা ছিলো না; তখনো কিন্তু কুমিল্লার গৌরব ম্লান হয়ে যায়নি। সবসময়ই কুমিল্লা একটি মর্যাদাপূর্ণ স্থান টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলো।’
তিনি বলেন, ‘আমরা যারা কুমিল্লাকে ভালোবাসি, তাদের উচিৎ কুমিল্লার মধ্যে সৃজনশীলতা ফিরিয়ে আনা। আর এ দায়িত্বটা পালন করতে হবে যারা নেতৃত্বে আছেন তাদেরকে। নেতৃত্বের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। নেতা ভালো হলে তাঁর অনুসারীরা ভালো হয়। কারণ ফলোয়ারেরা সবসময় লিডারকে অনুসরণ করে।’












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
আওয়ামী লীগ ১২ স্বতন্ত্র ৫
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft