শিরোনাম: |
দাউদকান্দিতে ১২টি ইউপি সদস্যদের শপথ গ্রহণ
|
![]() দাউদকান্দির সদ্য নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের শপথ বাক্য পাঠ করান দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। শপথ গ্রহন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এবং পৌর মেয়র নাইম ইউসুফ সেইন উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন চত্বরে শহীদ মিনার এর সামনে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ গ্রহন অনুষ্ঠানে তৃতীয় ধাপে ২৮ নভেম্বর উপজেলার ১২ ইউনিয়নের নব নির্বাচিত পুরুষ ও মহিলা ১৪৩ ইউপি সদস্যরা শপথ নেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন নির্বাচিত ইউপি সদস্যদের স্বচ্ছতার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান শপথ নেওয়া ইউপি সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাদের সাফল্য কামনা করেন। শপথ গ্রহন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনুস মিয়া প্রমূখ। |