বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
রামচন্দ্রপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমিননগর চ্যাম্পিয়ন
প্রকাশ: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম |

মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আমিননগর যুব সমাজের উদ্যোগে রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটি উদ্বোধন করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। প্রধান অতিথির বক্তব্য রাখেন বি-বাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি ও সাবেক মন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এতে বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন-আল-রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীব, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইসমাইল হোসেন।
খেলায় বাঞ্ছারামúুর উপজেলার ফরদাবাদ একাদশকে ২-০ গোলে হারিয়ে মুরাদনগর উপজেলার সাহেবনগর একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জণ করে। খেলা শেষে বিজয়ী সাহেবনগর একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি, ফ্রিজ ও পরাজিত ফরদাবাদ একাদশকে এলইডি টিভি তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এবি তাজুল ইসলাম এমপি বলেন, দেশকে মাদক মুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে ও মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে খেলা ধূলায় আরো বেশি করে সম্পৃক্ত করতে হবে।
খেলার উদ্বোধক আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা ছেলে-মেয়েদের মেধা বিকাশের সুযোগ দেয়। খেলাধুলা প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে, সেই সঙ্গে তারা সু-স্বাস্থ্যের অধিকারী হয়।
খেলা শুরুর আগেই স্কুল শিক্ষার্থী ও তাদের অভিভাবকের পদচারণায় মাঠের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। টান টান উত্তেজনার মধ্যদিয়ে খেলা উপভোগ করতে থাকেন তারা।
হেলিকপ্টারযোগে এমপি এবি তাজুল ইসলাম, এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ও চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক মাঠে পৌঁছালে গ্যালারির দর্শকরা তাদেরকে স্বাগত জানান। তারাও হাত নেড়ে দর্শকদের অভিনন্দন জানায়।












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২