শনিবার ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
কুমিল্লা-৫ আসনে উপনির্বাচন
কে হচ্ছেন আ’লীগের প্রার্থী, সিদ্ধান্ত আজ
প্রকাশ: শনিবার, ১২ জুন, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১২.০৬.২০২১ ১২:৫৪ এএম |

 কে হচ্ছেন আ’লীগের প্রার্থী, সিদ্ধান্ত আজনিজস্ব প্রতিবেদক ।।কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন; তা জানা যাবে আজ ১২ জুন শনিবার। এ দিন সকাল ১১টায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। শুক্রবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। কুমিল্লা-৫ ঢাকা-১৪ এবং সিলেট-৩ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতেই এ সভা অনুষ্ঠিত হবে।এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব আসনের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ করা হয়েছে। তিনটি আসনে দলের ৯৪ জন মনোযোগ প্রত্যাশী ফরম জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন গত ২ জুন এ তিনটি আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ জুন। তফসিল ঘোষণার সময় উপ-নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও দেশে করোনা সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ইসি ভোট গ্রহণের তারিখ পুনর্র্নিধারণ করেছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ২৮ জুলাই এসব আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তফসিল অনুযায়ী,দ অন্যান্য আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু এমপি। মৃত্যুর এক সপ্তাহ পর ২২ এপ্রিল এ আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছে দলটির ৩৫ নেতা। প্রথম দিন ৪ জুন শুক্রবার থেকে গতকাল বৃহস্পতিবার  ১০ জুন পযর্ন্ত রাজধানীর ধানমন্ডীতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেন নেতৃবৃন্দ।
 কে হচ্ছেন আ’লীগের প্রার্থী, সিদ্ধান্ত আজ
গত শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- প্রয়াত আব্দুল মতিন খসরু এমপি'র সহধর্মিনী সেলিমা সোবহান খসরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, প্রয়াত আব্দুল মতিন খসরু এমপি'র ছোট ভাই কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মোমিন ফেরদৌস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ শাহ জালাল, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবু জাহের, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পরিচালক মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল হাশেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, বুড়িচং উপজেলা আওয়অমী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার, ডি এল এম গ্রুপের চেয়ারম্যান এমএ মতিন এমবিএ, জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট জাহিদুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা জাতীয় শিক্ষক অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী আনিসুর রহমান মিঠু, আওয়ামী লীগ নেত্রী এডভোকেট সাহিদা আক্তার,  সাবেক ছাত্র লীগের নেতা জাহাঙ্গীর আলম সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহতাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আল আমিন, উপজেলা আওয়ামী লীগের নেতা জিয়াউল হাসান মাহমুদ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগ নেতা এড. রেজাউল করিম, স্বাচিবের নেতা নওশের আলম, উপজেলা আওয়ামী লীগের নেতা আল আমিন, সাবেক ছাত্র লীগের নেতা মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের নেতা আবদুস সালাম বেগ, সাবেক ছাত্র লীগের নেতা ফারুক আহমেদ, সাবেক ছাত্র লীগের নেতা আবদুল জলিল, মহিলা আওয়ামী লীগের নেত্রী ফেরদৌসী গাজী, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল, ফারুক আহমে তরিকত উল্লা সহ ৩৫ জন নেতা নেত্রী মনোনয়ন সংগ্রহ ও জমা করেন ।












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft