ইসমাইল নয়ন ||
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সেক্টরস কমান্ডার্স ফোরাম ঢাকা বিভাগের আইন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আ’লীগ নেতা ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। গতকাল সোমবার (১০ মে) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের নিজ বাড়িতে প্রতি বছরের ন্যায় এ বছরও ৫শতাধিক অসহায় মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন যাবত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) দুই উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকবো। সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপির সকল উন্নয়নমূলক কার্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।