শুক্রবার ৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
মুরাদনগরে চালকের গলা কেটে অটো রিকশা ছিনতাই : আটক ১
প্রকাশ: রোববার, ৯ মে, ২০২১, ২:৫৩ পিএম |

মুরাদনগরে চালকের গলা কেটে অটো রিকশা ছিনতাই : আটক ১মো. হাবিবুর রহমান, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে চালকের গলা কেটে অটো রিকশা ছিনতাই করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের এক কিলোমিটার দূর থেকে স্থানীয়রা অটো রিকশাসহ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে। রাতভর অভিযান চালিয়েও পুলিশ ঘটনার সাথে জড়িত অপর ৩ জনকে আটক করতে পারেনি।
আহত অটোরিকশা চালক দেলোয়ার হোসেন ভোলা (২৫) উপজেলার যাত্রাপুর গ্রামের মনিরুল হকের ছেলে। আটক ছিনতাইকারী সাইফুল ইসলাম (২২) একই গ্রামের ছেনু মিয়ার ছেলে। তাকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার অভিযোগ ও আহত আটো রিকসা চালক দেলোয়ার হোসেন ভোলা জানায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার যাত্রাপুর বাজার থেকে প্রেমিকার বাড়ি ঘোড়াশাল যাওয়ার উদ্দেশ্যে হাতে ফল নিয়ে দেলোয়ার হোসেন ভোলার অটো রিকসা ভাড়া করে সাইফুল ইসলাম। পথিমধ্যে কোম্পানীগঞ্জ থেকে তুহিন, উত্তর ত্রিশ থেকে আবির ও দিলালপুর গ্রাম থেকে ইউসুফ নামে তিন বন্ধুকে অটোতে তুলেন সাইফুল। ধনীরামপুর বাজারে গিয়ে রাস্তার গতিপথ পরিবর্তন করে গোমতীর বেরীবাঁধ দিয়ে যেতে বলে সাইফুল। ভোলা বেরীবাঁধ দিয়ে যেতে অপরাগতা প্রকাশ করলে সাইফুল বলেন, এই রাস্তা দিয়ে গেলেই তারাতারি তার প্রেমিকার বাড়ি যাওয়া যাবে। তাই বেরীবাঁধ দিয়ে যেতে থাকে ভোলা। ঘোড়াশাল কবরস্থানের নিকট পৌছাঁমাত্র পিছন থেকে ছুরি ধরে অটো থামাতে বলে সে। আচমকা এ ঘটনায় গাড়ি থামিয়ে দেয় ভোলা। তখন তার গলায় ধারালো ছুরি দিয়ে পুচ মেরে ধাক্কা দিয়ে ফেলে অটো নিয়ে চলে যায় তারা। আহত ভোলার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
অপর দিকে রক্তমাখা জামা নিয়ে চালকের আসনে বসে অটো রিকসা চালাতে দেখে ধনীরামপুর বাজারের লোকজনের সন্দেহ হলে, তাকে জিজ্ঞাসা করে আপনার শরীরে রক্ত কেন? এমন প্রশ্ন শুনে পিছনে বসে থাকা তিনজন দৌড়ে পালিয়ে যায়। এতে তাদের সন্দেহ আরো ঘনিভূত হলে চালকের আসনে বসে থাকা সাইফুল ইসলামকে আটক করে পুলিশকে খবর দেয় বাজারের লোকজন। পুলিশ এসে সাইফুল ও অটোরিকশাটি থানায় নিয়ে যায়। আটকের কিছুক্ষণের মধ্যেই খবর হয়, তারা চালকের গলা কেটে অটো ছিনতাই করে যাচ্ছিলেন। পুলিশ আটক সাইফুলকে নিয়ে শনিবার রাতভর বিভিন্ন জায়গায় অভিযানে গিয়েও ওই তিন সহযোগিকে আটক করতে পারেনি। আহত ভোলা বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।  
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনায় জড়িত। ধৃত সাইফুলের দুই সহযোগিদেরকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।













সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২