সৌরভ মাহমুদ হারুন ||
শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ড. এস এম জাহাঙ্গীর আলম এর ব্যক্তিগত উদ্যোগে বুড়িচং উপজেলার ৯ ইউনিয়ন এর বিভিন্ন গ্রামের ১২০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার খাদ্য সামগ্রী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে বিতরণ করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ড.এ এস এম জাহাঙ্গীর আলম অসুস্থ থাকায় তার পুত্র ব্যারিস্টার এস এম মিরাজুল আলম আজমান এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব প্রাপ্ত সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খন্দকার, বীর প্রতীক আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা বশির আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা ময়নাল হোসেন ফকির, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন, আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রচার সম্পাদক মোঃ আলমাস মিয়া, মোঃ আতিকুল ইসলামসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।