নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
কুমিল্লা ইউনিটের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পরপর দুই বারের সাবেক নির্বাচিত সভাপতি,
কুমিল্লা আইন কলেজের সাবেক ভিপি ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া আইনজীবী কল্যাণ
সমিতি’র সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মমিন ফেরদৌস।
সোমবার (৩ মে)
কুমিল্লা আদালত প্রাঙ্গণে অবস্থিত ব্লাস্ট অফিসে নির্বাচনী সভায় বিদায়ী
সভাপতি এডভোকেট সৈয়দ নুরুর রহমান এই ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, ব্লাস্ট কুমিল্লা ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট শামীমা আক্তার জাহান।
উল্লেখ্য,
ব্লাস্ট র্দীঘদিন যাবত আইনী সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের আইনগত অধিকার
সুরায় গ্রাম আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিটি আদালতে
বিনামূল্যে মামলা পরিচালনা করে আসছে। এছাড়া ব্লাস্ট সাধারণত পারিবারিক,
ফৌজদারি, দেওয়ানীমামলা, ভূমির মালিকানা, ও মৌলিক অধিকার নিয়ে আইনী পরামর্শ ও
সহায়তা দিয়ে থাকে। এর পাশাপাশি ব্লাস্ট বিকল্প বিরোধ নিষ্পত্তি,
জনস্বার্থে মামলা পরিচালনা, বৈষম্যমূলক আইনসমূহ সংশোধনের জন্য অধিপরামর্শ
(এডভোকেসি) কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্লাস্ট মানবাধিকার বিষয়ক সচেতনতা
বৃদ্ধির লে বিভিন্ন কার্যক্রম ও পরিচালনা করে।