শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
করোনার দ্বিতীয় ডোজের টিকা পৌঁছেছে
কুমিল্লা সদর হাসপাতালেও হচ্ছে করোনা ইউনিট: এমপি বাহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম আপডেট: ০৮.০৪.২০২১ ১:১২ এএম |

কুমিল্লা সদর হাসপাতালেও হচ্ছে করোনা ইউনিট: এমপি বাহারতানভীর দিপু: কুমিল্লায় করোনা টিকার দ্বিতীয় ডোজের জন্য ১ লাখ ৪১ হাজার ডোজ টিকা এসে পৌছেছে। বুধবার দুপুরে  কুমিল্লা সদর হাসপাতালের ইপিআই কোল্ডস্টোরেজে টিকার এই চালানটি আনুষ্ঠানিকভাবে গ্রহন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি ও পুলিশী নিরাপত্তায় টিকার এই চালানাটি গ্রহন করা হয়। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ শাহাদাত হোসেন, বিএমএ সভাপতি আবদুল বাকী আনিস, স্বাচিপ সাধারণ সম্পাদক মোর্শেদুল আলমসহ ভ্যাকসিন রিসিভ কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ডোজের ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা প্রথম চালানে এসেছিলো। যার মধ্যে ২ লাখ ১১ হাজার ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষের মাঝে টিকা পৌছে দেবার জন্য ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে টিকা কেন্দ্র খোলা হয়েছে। এখনো যারা প্রথম ডোজের টিকা গ্রহন করেননি তাদের জন্য এখনো নিবন্ধন এবং টিকা গ্রহন কার্যক্রমের জন্য সকল টিকা কেন্দ্র ও বুথ গুলো সচল আছে।
কুমিল্লায় করোনা সংক্রমণের উর্দ্ধগতি মাথায় রেখে কুমিল্লা সদর হাসপাতালের নওয়াব ফয়জুন্নেছা ওয়ার্ডে করোনা ইউনিট করা সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি জানান, কুমিল্লায় কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তরা যেন সহজে পর্যাপ্ত সুবিধা পেতে পারে এজন্য কুমিল্লা সদর হাসপাতালে একটি ওয়ার্ডকে ৩০ বেডের করোনা ইউনিট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথেও কথা বলা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আমরা খুব দ্রুত পেয়ে যাবো। আশা করি আগামী সোমবারের মধ্যেই সদর হাসপাতালের করোনা ইউনিটটি চালু হয়ে যাবে।
জানা গেছে, হাইফেøা অক্সিজন ছাড়াও সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসার সব ধরনের ব্যবস্থাই থাকবে। ক্রমান্বয়ে এই ইউনিটটিতে আইসিইউ চালু করা হবে। এছাড়া খুব শীঘ্রই ৩০ বেড থেকে এটিকে ১০০ বেডে উন্নীত করার চিন্তাও রয়েছে।












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২