.
 
Publish Date: 30 Nov -0001 00:00:00

গেইলের জন্য অপো
Share
গেইলের সঙ্গে বোর্ডের বহুদিনের দ্বন্দ মিটে গেছে। সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপে গতকাল শনিবারের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে দেখা যাওয়ার কথা ছিল ক্রিস গেইলকে। তবে পায়ে চোট পাওয়ায় ফেরা হলো না বিধ্বংসী এই ব্যাটসম্যানের। গেইলের অপো তাই আর বাড়ল। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি স্কাই স্পোর্টসকে বলেছেন, গেইলে চোট ততটা গুরুতর নয়। আশা করছি, সিরিজের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে তাঁকে। গেইলকে গত বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল। বোর্ডের সঙ্গে দ্বন্দের কারণ, গেইলের দেওয়া এক সাাৎকার। ওই সাাৎকারে গেইল বোর্ডের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, আহত থাকা অবস্থায় তাঁর খোঁজ নেয়নি বোর্ডের কেউ। পাশাপাশি সেই সাাৎকারে দলের কোচ এবং অধিনায়কেরও কঠোর সমালোচনা করেন গেইল। গেইলের অভিযোগ মিথ্যা দাবি করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘোষণা দেয়, আলোচনায় বসা ও মা চাওয়ার আগ পর্যন্ত জাতীয় দল দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে দেওয়া হবে না গেইলকে। তবে মা চাওয়ার প্রশ্নই উঠে না বলে সাফ জানিয়ে দেন গেইল। আলোচনায় অবশ্য তিনি বসেছিলেন। কিন্তু দুই পরে পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেেিত পরিস্থিতি আরও ঘোলাটে হয়। বোর্ডের সঙ্গে দ্বন্দ নিরসনে এবার নিজ থেকে উদ্যোগটা নিয়েছিলেন গেইল। গত মাসের গোড়ার দিকে সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করে গেইল জানিয়ে দেন, দেশের হয়ে খেলতে চান তিনি। তাঁর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ও অধিনায়ক। তবে তাঁকে দলে নেওয়ার েেত্র আরও আলাপ-আলোচনার ওপর জোর দেয় বোর্ড। গেইল ইস্যু এতটাই ব্যাপকতা লাভ করেছিল যে সব কাজকর্ম ফেলে বোর্ডের সঙ্গে আলোচনায় বসেন অ্যান্টিগা ও বার্মুডার প্রধানমন্ত্রী ব্যাল্ডউইন স্পেনসার এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের প্রধানমন্ত্রী র্যালফ গঞ্জালভেস। আলোচনা সফলতার মুখ দেখা পর ৫ জুন প্রায় ১৫ মাস পর গেইলকে দলে নেন ক্যারিবীয় নির্বাচকেরা।
 
The Sire Design Mantain & Developed by RiverSoftBD